দিব্যেন্দু মজুমদার, হুগলি: মদ্যপের হাত থেকে রেহাই পেল না সারমেয়৷ ছুরি দিয়ে কেটে নেওয়া হল সারমেয়র কান৷ কুকুরের ডাকে বিরক্ত হওয়ায় এই ঘটনা বলে জানা গিয়েছে৷ অন্যদিকে, মদ্যপ যুবককে থামাতে গিয়ে আক্রান্ত ব্যবসায়ী৷ ধারাল অস্ত্র দিয়ে ব্যবসায়ীকে খুনের চেষ্টায় অভিযোগ দায়ের করা হয়েছে৷
[দাদাকে পুড়িয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা ২ তরুণীর, ময়ূরেশ্বরে চাঞ্চল্য]
হুগলির উত্তরপাড়ায় শম্ভু ঢালি নামে এক ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরছিল৷ রাস্তার কুকুর শম্ভুকে দেখে চিৎকার জুড়ে দেয়। এরপরের ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা লোকজনেরা। তাঁরা জানিয়েছেন, আচমকাই ওই ব্যক্তি কুকুরটির উপর ঝাঁপিয়ে পড়ে। পকেট থেকে ছুরি বের করে কুকুরের কান ছিঁড়ে নেয় সে। কুকুরটি পরিত্রাহি চিৎকার জুড়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শম্ভু কুকুরটির মুখ চেপে ধরে। এরপর কুকুরটির কানও কেটে দেয় সে৷
[একগুচ্ছ কর্মসূচি রূপায়ণে চারদিনের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী]
অন্যদিকে, উত্তরপাড়াতেই মদ্যপ যুবককে থামাতে গিয়ে আক্রান্ত হলেন এক ব্যবসায়ী। ১০ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় হতভম্ব স্থানীয়রা। প্রতিদিনই এলাকায় মদ্যপ অবস্থায় ঝামেলা করত জগা বাহাদুর নামে এক যুবক। মদ্যপান করে এলাকায় অশান্তি করছিল সে। সেই সময় স্থানীয় ব্যবসায়ী রাসমোহন রত্ন তাকে থামাতে যান৷ মদ্যপ জগা ধারাল অস্ত্র দিয়ে ব্যবসায়ীর উপর চড়াও হয়। রক্তাক্ত ব্যবসায়ী ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর গলায় ১২টি সেলাই পড়েছে। উত্তরপাড়া থানায় জগা বাহাদুরের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত জগাকে খুঁজছে পুলিশ৷
[ইটাহারের তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার অভিযুক্ত, সাদা গাড়ির সূত্র ধরেই কিনারা]
The post কুকুরের ডাকে বিরক্ত, কান কাটল মদ্যপ appeared first on Sangbad Pratidin.
