বাবুল হক, মালদহ: বাড়ির সীমানা নিয়ে বচসা গড়াল হাতাহাতিতে। কাকুর ছেলেদের কুপিয়ে খুন করার অভিযোগ উঠল বিক্রম ঘোষ নামের যুবকের বিরদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) কালিয়াচক থানার বীরনগর-২ গ্রাম পঞ্চায়েত এলাকার কানাইনগর গ্রামে। মৃত দুই ভাইয়ের নাম সুদাম ঘোষ (৩০) এবং বিধান ঘোষ (২৬)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সুদাম ও বিধান স্থানীয় বাসিন্দা গয়া ঘোষের ছেলে। গয়া ঘোষের দাদার নিখিল ঘোষ। পাশাপাশি বাড়ি তাঁদের। পৈতৃক সম্পত্তি নিয়ে বহুদিন ধরেই মনোমালিন্য ছিল। আগেও বেশ কয়েকবার ঝামেলা হয়েছে। এমন পরিস্থিতিতেই নিজের বাড়িতে একটি গোয়ালঘর তৈরি করছিলেন গয়া ঘোষ। অভিযোগ, তা নিয়েই নিখিল ঘোষের পরিবারের পক্ষ থেকে আপত্তি জানানো হয়।
[আরও পড়ুন: পাকিস্তানের সঙ্গে নিয়মিত আর্থিক লেনদেন! এবার NIA-এর নজরে তারকেশ্বরের দুই যুবক]
কথায় কথায় নিখিল ঘোষ ও গয়া ঘোষের পরিবারের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। অভিযোগ, আচমকা নিখিলের ছেলে বিক্রম ঘোষ কাকার দুই ছেলের উপর হামলা চালায়। ধারাল অস্ত্র দিয়ে সুদাম ও বিধানকে কোপাতে থাকে সে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দু’টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মৃতদের এক আত্মীয় অনুপ ঘোষ জানান, গয়া ঘোষ তাঁর নিজের সম্পত্তিতে গবাদিপশু রাখার জন্য গোয়ালঘর তৈরি করেছিলেন। তাতে বাঁধা দেয় নিখিল ঘোষ। এনিয়ে শুরু হয়েছিল বচসা। পরে সংঘর্ষ বেধে যায়। তখনই দুই খুড়তুতো ভাইয়ের উপর হামলা চালায় বিক্রম। তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিল বলে অভিযোগ। ঘটনার পর থেকেই পলাতক নিখিল ঘোষ ও তাঁর ছেলে বিক্রম পলাতক। দু’জনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনার উপযুক্ত তদন্তেরও আশ্বাস দেওয়া হয়েছে।
