shono
Advertisement
Murshidabad

বেগুন তোলা নিয়ে বচসা! সাতসকালে মুর্শিদাবাদে ভাই ও ভাইপোর হাতে 'খুন' প্রৌঢ়

অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।
Published By: Tiyasha SarkarPosted: 11:45 AM Dec 11, 2025Updated: 02:05 PM Dec 11, 2025

অতুলচন্দ্র নাগ, ডোমকল: বেগুন তোলাকে কেন্দ্র করে সাতসকালে বচসার জের। প্রৌঢ়কে খুনের অভিযোগ উঠল ভাই ও ভাইপোর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) জলঙ্গি থানার বিদুপুর কলোনিতে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম শাহ জামাল মণ্ডল। বয়স ৫০ বছর। মুর্শিদাবাদের জলঙ্গি থানার বিদুপুর কলোনির বাসিন্দা তিনি। পাশেই বাড়ি অন্য ভাইদের। সূত্রের খবর, এদিন সকালে বড় দাদা নাজির মণ্ডলের ঘরের পাশে থাকা গাছ থেকে বেগুন তুলেছিলেন জামাল। সেই ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই আশরাফুল এবং ভাইপো এনামুলের সঙ্গে তীব্র বচসা বাঁধে। প্রত্যক্ষদর্শীরা জানান, অশান্তির মাঝে বাড়িতে পড়ে থাকা লোহার পাইপ দিয়ে আশরাফুল ও এনামুল নাকি জামালের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জামাল।

তড়িঘড়ি পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে এলাকার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য আক্কাশ আলি বলেন, “যে বেগুন গাছ নিয়ে ঝামেলা, সেটি বড় দাদা নাজিরের। তিনি থাকেন বিদুপুর বাজারে। বেগুন গাছ তাদের না হওয়া সত্ত্বেও ভাই ও ভাইপো বচসা বাঁধিয়ে খুনের ঘটনা ঘটালেন, এটাই সবচেয়ে দুঃখজনক।" ডোমকলের এসডিপিও শুভম বাজাজ জানান, "বেগুন তোলা নিয়ে বচসা থেকেই এই খুনের ঘটনা। অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেগুন তোলাকে কেন্দ্র করে সাতসকালে বচসা। প্রৌঢ়কে খুনের অভিযোগ উঠল ভাই ও ভাইপোর বিরুদ্ধে।
  • বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার বিদুপুর কলোনিতে।
  • ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
Advertisement