shono
Advertisement
Baranagar

যৌনকর্মীকে বাড়িতে আনতে 'বাধা', নগ্ন ভিডিও করে মাকে পতিতাপল্লিতে ফেলে এল ছেলে!

ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Sayani SenPosted: 08:07 PM Dec 11, 2025Updated: 08:07 PM Dec 11, 2025

অর্ণব দাস, বারাসত: পতিতাপল্লি থেকে মহিলাকে বাড়িতে আনতে চায় ছেলে। তাতে বাধা দিয়েছিলেন মা। সেটাই ছিল তাঁর 'অপরাধ'। আর ঠিক সে কারণেই মায়ের সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার ছেলের। প্রৌঢ়া মাকে মারধরের পর নগ্ন ভিডিও করে পতিতাপল্লিতে ছেড়ে দিয়ে আসার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। হাড়হিম করা এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার বরানগরে তীব্র চাঞ্চল্য। ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

ধৃত যুবক ভাস্কর ধর, বরানগরের শশীভূষণ নিয়োগী গার্ডেন লেনের বাসিন্দা। বছর তিরিশের ওই যুবকের বাবা প্রায় ১৫ বছর আগে মারা যান। মা এবং এক বোনকে নিয়েই থাকে সে।
অভিযোগ, মাঝেমধ্যে মায়ের সঙ্গে ঝগড়াঝাটি হত তার। সম্প্রতি জানা যায়, পতিতাপল্লির কোনও মহিলাকে বাড়িতে আনতে চায়। তা নিয়ে মা ও বোনের সঙ্গে ঝগড়াঝাটি শুরু হয়। সোমবার রাত ২টা নাগাদ সে বাড়িতে ঢোকে। অভিযোগ, প্রৌঢ়া মা এবং কলেজ পড়ুয়া বোনের সঙ্গে অশান্তি চরমে পৌঁছয়। পতিতাপল্লির ওই মহিলাকে বাড়িতে আনার প্রতিবাদ করেন যুবকের মা। অভিযোগ, তা শুনে ওই যুবক মারধর শুরু করে। মায়ের গলা চেপে ধরে খুনের চেষ্টা করে। তাঁর শাড়ি খুলে নেওয়া হয়। ছেলের মারে রক্তারক্তি কাণ্ড ঘটে। এরপর মাকে নগ্ন করে সেই ভিডিও মোবাইলবন্দি করে বলেও অভিযোগ।

এরপর হুমকি দিয়ে জোর করে ওই রাতেই মাকে উত্তর কলকাতার পতিতাপল্লিতে তুলে নিয়ে যায় বলেও অভিযোগ। পতিতাপল্লিতে তার মাকে বিক্রি করার হুঁশিয়ারিও দেয়। এরপর মাকে ওই এলাকায় ফেলে রেখে সে চলে যায়। ভোররাতে ওই প্রৌঢ়া কোনওমতে বরানগরে পৌঁছন। স্থানীয় স্টেট জেনারেল হাসপাতালে যান। সেখানে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরেন। মঙ্গলবার বরানগর থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যৌনকর্মীকে বাড়িতে আনতে 'বাধা'।
  • নগ্ন ভিডিও করে মাকে পতিতাপল্লিতে ফেলে এল ছেলে!
  • এই ঘটনাকে উত্তর ২৪ পরগনার বরানগরে তীব্র চাঞ্চল্য। ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement