shono
Advertisement

অসম্পূর্ণ অধিকাংশ শৌচালয়, বিপাকে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘নির্মল বাংলা’প্রকল্প

ক্ষোভ জমছে দুর্গাপুর পুর নিগমের বাসিন্দাদের মনে৷ The post অসম্পূর্ণ অধিকাংশ শৌচালয়, বিপাকে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘নির্মল বাংলা’ প্রকল্প appeared first on Sangbad Pratidin.
Posted: 08:17 PM Nov 27, 2018Updated: 08:17 PM Nov 27, 2018

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: কোথাও দরজা নেই, তো কোথাও শৌচকর্মের প্যানটাও বসেনি৷ কোথাও নিকাশি ব্যবস্থা তৈরি হয়নি, আবার কোথাও লজ্জা নিবারণের ন্যূনতম ব্যবস্থাটুকুও নেই৷ দুর্গাপুর নগর নিগম এলাকায় এভাবেই এগিয়ে চলেছে ‘নির্মল বাংলা’ প্রকল্পে শৌচাগার নির্মাণের কাজ৷ বর্তমানে পুরনিগমের ক্ষমতায় রয়েছে তৃণমূল পরিচালিত বোর্ড৷ কিন্তু, তাঁরাই গাফিলতির অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত পূর্ববর্তী পুরবোর্ডের বিরুদ্ধে৷ সরকারি প্রকল্পে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার বাসিন্দারাও৷ 

Advertisement

[এবার অযোধ্যা পাহাড়ের পর্যটনে জোর মুখ্যমন্ত্রীর]

জানা গিয়েছে, দুর্গাপুর পুর নিগমের অন্তর্গত ৪৩টি ওয়ার্ডে ‘নির্মল বাংলা’ প্রকল্পে মোট ২৮৪৭টি শৌচালয় নির্মাণের কাজ শুরু হয়৷ কিন্তু এখনও অসম্পূর্ণ রয়ে গিয়েছে ২০৬১টি শৌচালয় নির্মাণের কাজ৷ অভিযোগ, নির্মিত শৌচালয়গুলির অধিকাংশতেই না রয়েছে দরজা, না রয়েছে শৌচকর্মের প্যান৷ কিন্তু উপভোক্তার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ আদায় করে নিয়েছে ঠিকাদার সংস্থা৷ অথচ সরকারি খাতায় অসম্পূর্ণ শৌচালয়ের বিষয়ে কোনও অভিযোগ নেই৷ স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের তামলা গ্রামেই রয়েছে এমন প্রায় ১১টি অসম্পূর্ণ শৌচালয়৷ গ্রামবাসীদের অভিযোগ, চারবছর আগে শৌচালয় নির্মাণের জন্য ঠিকাদারদের হাজার টাকা করে দিয়েছিলেন তাঁরা৷ কিন্তু শৌচালয় নির্মাণের নির্দিষ্ট সময় পেড়িয়ে যাওয়ার পরেও শৌচালয় হাতে পাননি তাঁরা৷ কাউন্সিলর, মেয়রকে অভিযোগ জানালেও কাজের কাজ তেমন হয়নি বলে জানিয়েছেন গ্রামবাসীরা৷

[পায়রা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, এলাকায় উত্তেজনা]

এই বিষয়ে মুখ খুলেছেন দুর্গাপুর পুর নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ সদস্য (স্বাস্থ্য) রাখি তিওয়ারি৷ তিনি বলেন, “বেশকিছু ওয়ার্ড থেকেই এমন অভিযোগ পেয়েছি৷ সংশ্লিষ্ট ঠিকাদারদের নিয়ে শীঘ্রই বৈঠকে বসা হবে৷” অসম্পূর্ণ শৌচালয়ের কাজ শেষ না করলে ঠিকাদারদের বিরু‌দ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান রাখি তিওয়ারি৷ এই বিষয়ে মেয়রের কাছে অভিযোগ করবেন বলে জানিয়েছেন ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মণি সোরেন৷ এই অব্যবস্থার জন্যে পূর্বতন তৃণমূল বোর্ডের উপরই দোষ চাপিয়েছেন বর্তমান মেয়র দিলীপ অগস্তি৷

ছবি: উদয়ন গুহ রায়

The post অসম্পূর্ণ অধিকাংশ শৌচালয়, বিপাকে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘নির্মল বাংলা’ প্রকল্প appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement