shono
Advertisement
New Locals

ভিড়ের চাপ কমাতে ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় আরও ৫ লোকাল ট্রেন, জেনে নিন সময়সূচি

দিন কয়েক আগে বনগাঁ শাখায় বাড়ানো হয়েছে লোকাল ট্রেনের সংখ্যা।
Published By: Tiyasha SarkarPosted: 04:18 PM Jul 17, 2025Updated: 05:37 PM Jul 17, 2025

সুব্রত বিশ্বাস: প্রতিদিন লোকাল ট্রেনে বাড়ছে ভিড়। কার্যত বাদুরঝোড়া হয়ে গন্তব্যে পৌঁছতে হয় নিত্যযাত্রীরা। সেই কারণে সম্প্রতি শিয়ালদহ শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাড়িয়েছে রেল। এবার ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চালানো হবে অতিরিক্ত আরও ৫ টি ট্রেন, এমনটাই রেল সূত্রে খবর।

Advertisement

রেল সূত্রে খবর, যাত্রী সমস্যার কথা ভেবেই ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। ভোর ৫ টায় সোনারপুর থেকে ছাড়বে একটি ডায়মন্ড হারবার লোকাল। যা গন্তব্যে পৌঁছবে ৬ টা বেজে ৫ মিনিটে। ডায়মন্ড হারবার থেকে চলবে একটি বালিগঞ্জ লোকাল। এটি ডায়মন্ড হারবার ছাড়বে সকাল ৬.৩০ টায়। বালিগঞ্জ পৌঁছবে ৭টা বেজে ৫৬ মিনিটে। বারাসত থেকে ছাড়বে বসিরহাট লোকাল, সকাল ৬ টা বেজে ২৫ মিনিটে। পৌঁছবে সাড়ে সাতটায়। বসিরহাট থেকে ৭ বেজে ৩৫ মিনিটে ছাড়বে আরেকটি ট্রেন। যেটি যাবে বারাসত পর্যন্ত।

প্রসঙ্গত, দিন কয়েক আগে সময় বদল করা হয়েছে একটি পুরনো লোকাল ট্রেনের। ৩৪৮৮২ নম্বর সোনারপুর-ডায়মন্ডহারবার লোকাল ট্রেনটি এখন থেকে ১০ মিনিট আগে ছাড়ছে। আগে ট্রেনটি ছাড়ত ৪ টে বেজে ৫০ মিনিটে। এখন তা ছাড়বে ৪টা ৪০ মিনিটে এবং ডায়মন্ড হারবার পৌঁছবে সকাল ৫টা ৪৫ মিনিটে (আগে পৌঁছত ৫.৫৫ মিনিটে)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতিদিন লোকাল ট্রেনে বাড়ছে ভিড়। কার্যত বাদুরঝোড়া হয়ে গন্তব্যে পৌঁছতে হয় নিত্যযাত্রীরা।
  • সেই কারণে সম্প্রতি বনগাঁ শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাড়িয়েছে রেল।
  • এবার ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চালানো হবে অতিরিক্ত আরও ৫ টি ট্রেন, এমনটাই রেল সূত্রে খবর।
Advertisement