shono
Advertisement

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়াদের খাবারে পোকাধরা সোয়াবিন, উত্তেজনা ভাতারে

প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গেটে তালা ঝোলালেন অভিভাবকরা৷ The post অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়াদের খাবারে পোকাধরা সোয়াবিন, উত্তেজনা ভাতারে appeared first on Sangbad Pratidin.
Posted: 11:17 AM Aug 31, 2019Updated: 11:17 AM Aug 31, 2019

ধীমান রায়, কাটোয়া: মিড-ডে মিলে পড়ুয়াদের নুন ও ফ্যান ভাত এবং শুকনো বিস্কুট খেতে দেওয়া নিয়ে যখন উত্তেজনা ছড়িয়েছে গোটা রাজ্যেজুড়ে৷ নড়েচড়ে বসেছে প্রশাসন থেকে শিক্ষা দপ্তর৷ শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরা৷ ঠিক তখন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের খাবারে ধরা পড়ল পোকা৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার থেকে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের ভাতারের রামচন্দ্রপুর ১ নম্বর কলোনিতে৷

Advertisement

[ আরও পড়ুন: অপরাধের সাক্ষী, খাগড়াগড়ের অভিশপ্ত সিল করা বাড়ি ঘিরে ফের ফিসফাস]

স্থানীয়রা অভিযোগ করেছেন, রামচন্দ্রপুর ১ নম্বর কলোনির ১১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের যে সোয়াবিন খেতে দেওয়া হচ্ছে, তাতে পোকা রয়েছে৷ দীর্ঘদিন ধরে ওই পোকাধরা সোয়াবিনই শিশুদের খেতে দিচ্ছে কর্তৃপক্ষ৷ জানা গিয়েছে, শুত্রবার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে তুমুল বিক্ষোভ দেখান অভিভাবকরা৷ তারপর তালা ঝুলিয়ে দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজায়৷ বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় ওই কেন্দ্রের পঠনপাঠন। তুমুল অশান্তি তৈরি হয় এলাকায়৷

[ আরও পড়ুন: পুজোর অনুদান ১৫ হাজার বাড়ালেন মমতা, দিলেন ভিআইপি পাস বন্ধের নির্দেশও ]

কয়েকজন অভিভাবক জানিয়েছেন, রামচন্দ্রপুর ১ নম্বর কলোনির ওই ১১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৬৫ জন পড়ুয়া রয়েছে। ওই দিন সকালে রান্নার সময় তাঁরা দেখতে পান, পড়ুয়াদের খাবার জন্য যে সোয়াবিন রান্নার প্রস্তুতি চলছে তা কালো হয়ে গিয়েছে৷ কিন্তু তাতেও ভ্রুক্ষেপ নেই  অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নার কর্মীদের৷ সেই পোকাধরা সোয়াবিনই রান্নার প্রস্তুতি চলছে। জানা গিয়েছে, এই দৃশ্য দেখেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকাদের ঘিরে ধরেন অভিভাবকরা৷ তুমুল অশান্তি করতে থাকেন তাঁরা৷ এই খবর জানতে পেরে, জড়ো হন বাকিরাও৷ প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন অভিভাবকরা। ঘেরাও করে রাখা হয় কেন্দ্রের কর্মী ও সহায়িকাকে।

স্থানীয়দের অভিযোগ এই কেন্দ্রে খুবই নিন্মমানের খাবার দেওয়া হয়। যদিও কেন্দ্রের কর্মী রিনা বিশ্বাস বলেন, ‘‘বর্ষার কারনে কিছু সোয়াবিনে ছত্রাক ধরে গিয়েছে। কিন্তু পোকা ধরেনি। আমরা খারাপ খাবার দিইনা।” কিন্তু বিষয়টি জানেন না বলেই ঘটনায় হস্তক্ষেপ করেছেন ভাতারের বিডিও শুভ্র চট্টোপাধ্যায়৷ অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি৷
ছবি: জয়ন্ত দাস।

The post অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়াদের খাবারে পোকাধরা সোয়াবিন, উত্তেজনা ভাতারে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার