shono
Advertisement

বালুরঘাটে তৃণমূলের প্রার্থী বাছাই নিয়ে অন্তর্দ্বন্দ্ব, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ সাংসদকে

বালুরঘাটের তৃণমূলের প্রার্থী নির্বাচন ঘিরে জটিলতা। The post বালুরঘাটে তৃণমূলের প্রার্থী বাছাই নিয়ে অন্তর্দ্বন্দ্ব, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ সাংসদকে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:38 PM Feb 27, 2019Updated: 05:38 PM Feb 27, 2019

রাজা দাস, বালুরঘাটঃ আসন্ন নির্বাচনের আগে বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী বাছাই নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অর্পিতা ঘোষকে প্রার্থী করার ক্ষেত্রে আপত্তি জানিয়েছেন দলের একাংশ। এমনকি দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্রকে প্রার্থী করার দাবিতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তারা। তবে লোকসভা কেন্দ্রের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই চূড়ান্ত, বললেন বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ।

Advertisement

[পরীক্ষাকেন্দ্রের বাইরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ব্যাগ পাহারা দিচ্ছেন তিন যুবক]

সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রায় সব দলই বিভিন্ন লোকসভা কেন্দ্রের প্রচারে নেমে পড়েছে। একই ছবি বালুরঘাটেও। দক্ষিণ দিনাজপুরের ৬টি বিধানসভাকেন্দ্র ও উত্তর দিনাজপুরের ১টি বিধানসভাকেন্দ্র নিয়ে গঠিত বালুরঘাট লোকসভা কেন্দ্র। এই  কেন্দ্রটি নিজেদের দখলে পেতে মরিয়া বিজেপি। তবে এখনও প্রার্থী বাছাই নিয়ে দ্বন্দ্বে তৃণমূলের কর্মী সমর্থকরা। অন্যদিকে, নিজের কেন্দ্র আবারও নিজের দখলে রাখার বিষয়ে আশাবাদী সাংসদ অর্পিতা ঘোষও। তবে এবার নির্বাচন সামনে আসতেই ওই কেন্দ্রের প্রার্থী নির্বাচন নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। অভিযোগ, গতবারের বিজয়ী প্রার্থী অর্থাৎ সাংসদ অর্পিতা ঘোষকে প্রার্থী না করার দিকেই ঝুঁকেছেন স্থানীয় তৃণমূল কর্মীরা। এক্ষেত্রে তাদের পছন্দের তালিকায় উঠে এসেছে দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্রের নাম। জানা গিয়েছে, এবিষয়ে সোশ্যাল মিডিয়ার একাধিকবার সরব হয়েছিল স্থানীয় তৃণমূল কর্মীরা। বুধবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। অভিযোগ, এদিন সকালে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপের মাধ্যমে জেলার বেশ কিছু কর্মী সমর্থকরা সাংসদের বিষয়ে আপত্তিকর মন্তব্য করেন। পাশাপাশি, তৃণমূলের জেলা সভাপতিকে প্রার্থী করার স্বপক্ষে সুর চড়ান তারা।

[দৃষ্টিহীন পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন বিডিও]

এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেছেন, কর্মীরা এবার নতুন মুখ চাইছেন। সেকারণেই তারা বিভিন্নভাবে নিজেদের মতামতকে প্রকাশ করছেন। তবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দলীয় নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধার্য হবে। তৃণমূল কর্মীদের এই আচরণের প্রতিবাদে মুখ খুলেছেন খোদ সাংসদ, তিনি বলেন, “এটা পঞ্চায়েত নির্বাচন নয় যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জেলা নেতৃত্বের সিদ্ধান্ত নেওয়া হবে। লোকসভা নির্বাচনে প্রার্থী নির্বাচন করবেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি বলেন প্রতিবারই প্রার্থী নির্বাচনের আগে জেলা নেতৃত্বদের থেকে এহেন মন্তব্য এসেই থাকে। এসবে তিনি গুরুত্ব দেন না।”

The post বালুরঘাটে তৃণমূলের প্রার্থী বাছাই নিয়ে অন্তর্দ্বন্দ্ব, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ সাংসদকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement