shono
Advertisement

আর্থিক প্রতারণা মামলায় পুলিশি জেরার মুখে সৌমিত্র খাঁ

সদ্যই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সৌমিত্র৷ The post আর্থিক প্রতারণা মামলায় পুলিশি জেরার মুখে সৌমিত্র খাঁ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:07 PM Mar 04, 2019Updated: 07:56 PM Mar 04, 2019

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: আদালতের নির্দেশ মেনে পুলিশি তদন্তে সাহায্য করতে সোমবার দুর্গাপুর থানায় হাজিরা দিলেন তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ৷ টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয় বাঁকুড়ার বড়জোড়া থানায়৷ তদন্তের স্বার্থেই সোমবার দুর্গাপুর থানায় যান সৌমিত্র খাঁ৷ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকেই মিথ্যা বলে উড়িয়ে দেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী নেতা৷ তাঁর দাবি, ঘটনার নেপথ্যে তৃণমূল নেতাকর্মীদের যোগসাজশ রয়েছে৷ 

Advertisement

[সপরিবারে জেলবন্দি কাউন্সিলর, পোষ্যকে সামলাতে গিয়ে নাজেহাল পুলিশ]

সোমবার সাংসদকে জেরা করতে দুর্গাপুর থানার হাজির ছিলেন দুই পুলিশ আধিকারিক অরূপ সরকার ও দিলীপ কর্মকার৷ বহিষ্কৃত এই তৃণমূল সাংসদের বিরুদ্ধে চাকরির নাম করে টাকা আদায়ের অভিযোগ করেছিলেন তাঁরই পিসতুতো ভাই প্রশান্ত মণ্ডল৷ ঘটনার তদন্ত শুরু করে বাঁকুড়ার বড়জোড়া থানা৷ গ্রেপ্তারি এড়াতে কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন সৌমিত্র খাঁ৷ আদালত তাঁর গ্রেপ্তারির উপর স্থগিতাদেশ জারি করে। আদালত নির্দেশ দেয়, যতক্ষণ না পরবর্তী নির্দেশ আসছে ততক্ষণ বাঁকুড়ায় তাঁর লোকসভা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না সৌমিত্র খাঁ। আদালতে বহিষ্কৃত তৃণমূল সাংসদের আগাম জামিনের আবেদন করেন দুই আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় এবং শুভাশিস দাশগুপ্ত৷ তাঁরাও জানান, সাংসদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে। রাজনৈতিক চক্রান্তের শিকার সৌমিত্র খাঁ৷

[ঝাড়গ্রামে জঙ্গলে আগুন, মহকুমা শাসকের কাছে ডেপুটেশন স্থানীয়দের]

প্রসঙ্গত, দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ৷ এরপরই বিজেপিতে যোগদান করেন তিনি৷ এবং ফেসবুকে নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন৷ অভিযোগ করেন, তাঁকে খুন করার ষড়যন্ত্র করছেন বিষ্ণুপুরের এসডিপিও সুকমল দাস। এমনকী, তাঁর আপ্তসহায়ককে গুম করা হয়েছে বলেও অভিযোগ করেন সৌমিত্র খাঁ৷

The post আর্থিক প্রতারণা মামলায় পুলিশি জেরার মুখে সৌমিত্র খাঁ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement