shono
Advertisement

ফের কোচবিহারে সুব্রত বক্সির গাড়ি ঘিরে বিক্ষোভ, কাঠগড়ায় বিজেপি

তুফানগঞ্জে কর্মিসভায় যাওয়ার পথে তৃণমূল নেতাকে দেখান হল কালো পতাকা৷ The post ফের কোচবিহারে সুব্রত বক্সির গাড়ি ঘিরে বিক্ষোভ, কাঠগড়ায় বিজেপি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:07 PM Jul 09, 2019Updated: 11:52 AM Jul 10, 2019

বিক্রম রায়, কোচবিহার: মাত্র ১৫ দিনের ব্যবধান৷ আর এই সময়ের মধ্যে দু’বার একই জেলায় বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি৷ শীতলকুচির পর এবার কোচবিহারের তুফানগঞ্জে বিজেপির বিক্ষোভের মুখে পড়লেন তিনি৷ তাঁর এবং তুফানগঞ্জের বিধায়ক ফজল করিম মিঞার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন গেরুয়া শিবিরের কর্মীরা৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি৷ এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগে সরব হয়েছে বিজেপি৷ এবং এর প্রতিবাদে থানা ঘেরাও থেকে শুরু করে, আরও বৃহত্তর আন্দোলনের কথা ঘোষণা করেছে গেরুয়া শিবির৷ ফলে রাজনৈতিক টানাপড়েনে ফের উত্তপ্ত কোচবিহার৷

Advertisement

[ আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে ফের ধস দার্জিলিংয়ে, বন্ধ টয়ট্রেন পরিষেবা]

জানা গিয়েছে, ২১ জুলাইয়ের শহিদ সভার প্রস্তুতি কর্মিসভা করতে এদিন তুফানগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন সুব্রত বক্সি এবং স্থানীয় বিধায়ক ফজল করিম মিঞা৷ অভিযোগ, পথেই তাঁদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা৷ দফায় দফায় তৃণমূল কংগ্রেসের সভাপতির গাড়ি ঘিরে কালো পতাকা দেখানো হয়৷ দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগান৷ এরপরই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী৷ কোনওক্রমে সুব্রত বক্সির গাড়িটিকে ঝামেলা মুক্ত করে সভার উদ্দেশ্যে পাঠিয়ে দেন তাঁরা৷ কিন্তু ঝামেলার মধ্যে পড়ে যায় বিধায়কের গাড়ি৷ তাঁর গাড়িতে ভাঙচুর চালানোর চেষ্টা করে গেরুয়া শিবিরের কর্মীরা৷ এসডিপিও-র অফিসে ঢুকে কোনওক্রমে রক্ষা পান বিধায়ক ফজল করিম মিঞা৷ বিজেপি কর্মীদের সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে৷ এরপরই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়৷ পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগে সরব হয় বিজেপি কর্মীরা৷ প্রতিবাদে তুফানগঞ্জ থানা ঘেরাও করে তারা৷ যদিও ঘটনায় বিজেপি কর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন কোচবিহার জেলা বিজেপি সভাপতি মালতী রাভা৷

[ আরও পড়ুন: রোজভ্যালি কাণ্ডে এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সমন ইডির ]

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত মাসেই শীতলকুচি পরিবর্শনে যান সুব্রত বক্সি৷ তাঁর সঙ্গে সেখানে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন ও শীতলকুচির বিধায়ক হিতেন বর্মন৷ জটামারি এলাকায় তাঁদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় একদল বিজেপি কর্মী-সমর্থক৷ ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে শাসকদলের নেতাদের দিকে কালো পতাকা দেখায় তারা৷ গাড়ি ঘিরে দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগান৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, শীতলকুচি না গিয়ে, তিন বিধায়ককে সঙ্গে নিয়ে মাথাভাঙা ফিরে আসার সিদ্ধান্ত নেন সুব্রত বক্সি৷

ছবি: দেবাশিষ বিশ্বাস 

The post ফের কোচবিহারে সুব্রত বক্সির গাড়ি ঘিরে বিক্ষোভ, কাঠগড়ায় বিজেপি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement