সুমিত বিশ্বাস, পুরুলিয়া: মাও-জওয়ান সংঘর্ষে ফের রক্তাক্ত ছত্তিশগড়। এবার সীমান্ত লাগোয়া এলাকায় মাওবাদী হামলায় মৃত্যুর মুখে ঢলে পড়লেন পুরুলিয়ার জওয়ান। যুবকের মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। ছেলের কফিনবন্দি দেহ ঘরে ফিরবে তা মেনে নিতে পারছেন না স্থানীয়রা।
জানা গিয়েছে, মঙ্গলবার ছত্তিশগড়ের সীমান্ত এলাকায় হামলা চালায় মাওবাদী। পালটা গুলি চালায় জওয়ানরা। দু’পক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয় পুরুলিয়ার বাসিন্দা জওয়ান কানাই মাজির। জানা গিয়েছে, পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা মৃত জওয়ান। মঙ্গলবার গভীর রাতে জওয়ানের মৃত্যুর খবর পৌঁছয় গ্রামে। সূত্রের খবর, আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার শহিদ নিতাই মাজির দেহ পৌঁছবে গ্রামে। তাঁর শেষযাত্রায় শামিল হবেন সিআরপিএফের আইজিপি। এখন ছেলের দেহ ফেরার অপেক্ষা প্রহর গুনছেন পরিবারের সদস্যরা।
[আরও পড়ুন: ভুল অ্যাডমিট নিয়েই মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে পড়ুয়া, ত্রাতার ভূমিকায় পুলিশ কাকু]
The post ছত্তিশগড়ে মাও হামলায় মৃত পুরুলিয়ার জওয়ান, শোকস্তব্ধ পরিবার appeared first on Sangbad Pratidin.
