shono
Advertisement
TMCP

কবিগুরুর অসম্মান! কড়া পদক্ষেপ তৃণমূলের, চাঁচল কলেজের ভাঙা হল TMCP ইউনিট

অভিযুক্ত ছাত্রকে বহিষ্কার করল শীর্ষ নেতৃত্ব।
Published By: Sucheta SenguptaPosted: 08:53 PM Sep 08, 2025Updated: 09:14 PM Sep 08, 2025

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান! তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে রবি ঠাকুরের প্রতি অসম্মানজনক মন্তব্য করার মতো গুরুতর অভিযোগ উঠতেই কড়া পদক্ষেপ নিল শাসকদল। মালদহের চাঁচল কলেজের টিএমসিপি ইউনিট ভেঙে দেওয়া হল। সেইসঙ্গে অভিযুক্ত ছাত্রকেও বহিষ্কার করল শীর্ষ নেতৃত্ব। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। চিঠিতে তাঁর স্পষ্ট বার্তা, এধরনের কাজ কখনওই বরদাস্ত করে না দল। আগামিদিনে এসবের বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদের লড়াই জারি থাকবে।

Advertisement

ঘটনা দিনকয়েক আগেকার। মালদহের চাঁচল কলেজে বাংলা ও বাঙালি 'বিরোধী' বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ চলছিল। সেখানে অমিত শাহর পোস্টার পোড়ানো হয়। তার মাঝেই বাঙালির 'প্রাণের ঠাকুর' রবীন্দ্রনাথের উদ্দেশে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ ওঠে টিএমসিপি সদস্য এ বি সোয়েলের বিরুদ্ধে। এর প্রতিবাদে সোমবার বিকেলে কলকাতার রাস্তায় মিছিলও করে বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল হয়। বিষয়টি নিয়ে বিতর্ক দানা বাঁধতেই আসরে নেমেছে তৃণমূল ছাত্র পরিষদ। রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যর এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেন। তাতে লেখা - 'বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মানজনক মন্তব্য করার অপরাধে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এ বি সোয়েলকে বহিষ্কার করা হল। একইসঙ্গে চাঁচল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটও ভেঙে দেওয়া হল।'

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 'আমরা বরাবর দেশের  মহামনীষী, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধাশীল। সংগঠনের নীতি ও মূল্যবোধের পরিপন্থী, এমন কোনও কাজকে কখনওই বরদাস্ত করা হবে না। পাশাপাশি বাংলার স্বার্থবিরোধী ও বিজেপির বিদ্বেষমূলক রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।' এর আগেও রাজ্যের শিক্ষাক্ষেত্রে শাসকদলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে যে কোনও বিদ্বেষমূলক আচরণের অভিযোগ পাওয়ামাত্রই পদক্ষেপ করতে দেখা গিয়েছে টিএমসিপিকে। মালদহের চাঁচল কলেজেও সেই কড়া ব্যবস্থা নেওয়া হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মালদহের চাঁচল কলেজে ভাঙা হল টিএমসিপির ইউনিট।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশে অসম্মানজনক মন্তব্যের অভিযোগে বহিষ্কৃত ছাত্রও।
Advertisement