shono
Advertisement

‘রথযাত্রা নয়, শ্মশানযাত্রাই হবে’, বিজেপিকে আক্রমণ মন্ত্রী রবীন্দ্রনাথের

দেখুন ভিডিও৷ The post ‘রথযাত্রা নয়, শ্মশানযাত্রাই হবে’, বিজেপিকে আক্রমণ মন্ত্রী রবীন্দ্রনাথের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:36 PM Nov 21, 2018Updated: 09:37 PM Nov 21, 2018

বিক্রম রায়,কোচবিহার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই এবার বিজেপি-র রথযাত্রা কর্মসূচিকে আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ তাঁর কটাক্ষ, ‘কোচবিহারে ঠাকুর মদনমোহন ছাড়া আর কেউ কোনওদিন রথে চড়েনি৷ বিজেপি নেতারা ভগবান নন, ভগবানের অংশও নন৷ তাই রথযাত্রা নয়, ওদের শ্মশানযাত্রা হবে৷’

Advertisement

[নবী দিবসে খোলা সরকারি স্কুল, স্থানীয়দের রোষের মুখে প্রধান শিক্ষক]

লোকসভা ভোটের আগে এ রাজ্যে দলের সংগঠনকে চাঙ্গা করতে রথযাত্রা কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি৷ ডিসেম্বরে রাজ্যের তিন প্রান্ত থেকে তিনটি রথ বের করবেন গেরুয়াশিবিরের কর্মী-সমর্থকরা৷ এই রথযাত্রা কর্মসূচিকে ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি৷ শাসক-বিরোধী তরজা তুঙ্গে৷ দিন কয়েক আগে তৃণমূলের বর্ধিত কোর কমিটির সভায় রথযাত্রা কর্মসূচিকে তীব্র আক্রমণ করেছিলেন দলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘ওটা জগন্নাথ বা শ্রীকৃষ্ণের রথ নয়৷ ওটা ফাইভ স্টার  হোটেল৷ ওর মধ্যে থাকা-খাওয়া, ঘোরা-ফেরার এলাহি ব্যবস্থা রয়েছে৷’ শুধু তাই নয়, বিজেপি-র রথযাত্রার পরের দিনে একই জায়গায় একই সময়ে পালটা কর্মসূচি ঘোষণাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

দলনেত্রীর মতোই বিজেপির রথযাত্রাকে কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ কোচবিহারের নাটাবাড়ির বিধায়ক তিনি৷ মন্ত্রীর জেলায় বিজেপি-র রথযাত্রা সূচনা হবে ৭ ডিসেম্বর৷ এই রথযাত্রাকে বিজেপির শ্মশানযাত্রা বলে মন্তব্য করেছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷

দেখুন ভিডিও:

 

[ বিয়ের আগেই বেপাত্তা বর, শেষরাতে পাত্রীর মান বাঁচালেন মেদিনীপুরের যুবক

The post ‘রথযাত্রা নয়, শ্মশানযাত্রাই হবে’, বিজেপিকে আক্রমণ মন্ত্রী রবীন্দ্রনাথের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement