নিরুফা খাতুন: ডিসেম্বরের মাঝামাঝি। দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ। উত্তরবঙ্গে দাপাচ্ছে শীত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ৪-৫দিন একই রকম আবহাওয়া থাকবে। তাপমাত্রা সামন্য নামতে পারে।
ডিসেম্বরের শুরু থেকেই বঙ্গে শীতের আমেজ দেখা গিয়েছে। তৃতীয় সপ্তাহেও শীতের আমেজ অটুট থাকবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। আগামী সাতদিন এমনই থাকবে তাপমাত্রা। বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকবে। কলকাতার আকাশ পরিষ্কারই থাকবে। ১৫ ডিগ্রির আশপাশে থাকবে তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। বেলার দিকে পরিষ্কার আকাশ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ ডিগ্রি সেলসিয়াস ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। সবোর্চ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে ভরপুর শীত। শৈলশহর দার্জিলিঙে তাপমাত্রা ৪ ডিগ্রির ঘরে। পাঁচ জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস। দৃশ্যমানতা কমতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের নিচের জেলাগুলি মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে খবর।
