শংকরকুমার রায়, রায়গঞ্জ: দুই গোষ্ঠীর এলাকা দখলের লড়াই! চলল বোমাবাজি, গুলি! সেই অশান্তির মাঝে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নাবালিকার। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ২জন মহিলা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালিকার নাম কৌসেরা বেগম। বয়স ১২ বছর। নাবালিকা ইসলামপুর থানার মাটিকুণ্ডা ২ নম্বর পঞ্চায়েতের ঝলঝলি এলাকার বাসিন্দা। সে অষ্টম শ্রেণির ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই রফিক আলমের সঙ্গে নূর আলমের এলাকা দখলের লড়াই চলছিল। মৃতা নাবালিকার বাবা জাহিদ আলম, রফিক আলমের অনুগামী। অভিযোগ, শনিবার রাতে নূর আলমের লোকজন জাহিদ আলমের বাড়িতে বোমাবাজি করে। চলে গুলিও। এই হামলায় ছররা গুলিতে জাহিদ আলমের নাবালিকা মেয়ে কৌসেরা জখম হয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে নাবালিকাকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা।
এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। রবিবার সকালে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। অপ্রীতিকর অবস্থা এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা এক অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশ হাতে তুলে দেয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, "পুরনো কোনও জমি বিবাদের কারণে এই অশান্তি। খবর পেয়েছি। পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছি।" ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার দেন্ডুক শেরপা বলেন, "খবর পাওয়ার পর পুলিশ গিয়েছে। ঘটনার তদন্ত চলছে।"
