shono
Advertisement

প্রয়োজনে সিপিএমকে সাহায্য করবে তৃণমূল, বিজেপিকে রুখতে ঘোষণা অনুব্রতর

সিপিএম কর্মীদের তৃণমূলে টানার নির্দেশ দিলেন অনুব্রত। The post প্রয়োজনে সিপিএমকে সাহায্য করবে তৃণমূল, বিজেপিকে রুখতে ঘোষণা অনুব্রতর appeared first on Sangbad Pratidin.
Posted: 07:52 PM Nov 24, 2019Updated: 07:52 PM Nov 24, 2019

নন্দন দত্ত, সিউড়ি: নলহাটি বিধানসভায় বিজেপিকে রুখতে প্রয়োজনে সিপিএমকে সাহায্য করবে তৃণমূল। দরকারে বামেদের জনসভায় তারা লোক না পেলে লোক দেবে তৃণমূল। রবিবারের বিধানসভা পর্যালোচনা শেষে এমন দাবি করলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। যদিও মঞ্চে তথ্য পরিসংখ্যান দিয়ে কর্মীদের বোঝানো হল, এলাকায় সিপিএমের কত ভোট বিজেপিতে গিয়ে পড়েছে। সেই সব সিপিএম কর্মীদের তৃণমূলে টানার নির্দেশ দিলেন অনুব্রত। ফলে একদিকে দলে টানা অন্যদিকে তাদের সাহায্য করা, তৃণমুলের এমন দ্বিচারিতা রাজনৈতিক মহলের আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Advertisement

বিজেপির জেলা কমিটির সদস্য অনিল সিং বলেন, ‘একটা জিনিস স্পষ্ট বিজেপিকে রুখতে তৃণমুল অবাস্তব যা কিছু করতে পারে। কারণ তারা ভয় পাচ্ছে। বিজেপিকে রুখতে কংগ্রেস, সিপিএম ও তৃণমূল লোকসভার মত একজোট হবে।’ এলাকার প্রাক্তন বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক দীপক চট্টোপাধ্যায় বলেন, ‘কেন এমন মন্তব্য করলেন তার জবাব অনুব্রতবাবু দিতে পারেন। তবে এমন যে কোনও সম্ভবনা নেই। কোথাও এনিয়ে আলোচনা হয়নি।’

লোকসভা ভোটে ২৮ হাজার ১১ ভোটের ব্যবধানে নলহাটি বিধানসভায় জয়ী হয়েছিল তৃণমূল। স্বভাবতই অঞ্চল সভাপতিদের এদিন অনুব্রত মণ্ডলের রোষের মুখে পড়তে হয়নি। রবিবার খোশমেজাজেও ছিলেন তৃণমূলের জেলা সভাপতি। তাই বিধানসভা ভিত্তিক পর্যালোচনা সভায় হাসিমুখেই কাটল রবিবারের দিনটি। বরং কর্মীদের পরিসংখ্যান শোনালেন দলের জেলা সহ-সভাপতি অভিজিৎ রানা সিংহ। কোথাও ১৯, ৮, ১২, ১৫টা করে ভোট পেয়েছে সিপিএম। স্পষ্টতই বামেদের ভোট বিজেপিতে চলে গিয়েছে বলে তিনি জানিয়ে দেন।

পরিসংখ্যানের ভিত্তিতে অনুব্রত মণ্ডল কর্মীদের বলেন, ‘নিজেদের এলাকায় বামেদের সমর্থকদের তৃণমূলে আনতে হবে। তাদের দলে যোগদান করাতে হবে। তাহলেই বিজেপির থেকে ভোটের ব্যবধান বাড়বে। তার জন্য যা প্রয়োজন বলুন। এলাকা উন্নয়নে আরও কী কী চাই। তালিকা দিন। পানীয় জল, রাস্তা, আলো। সব পাবেন। কারণ নলহাটি বিধানসভা সন্মান রেখেছে তৃণমূলের।’ কুশমোড়ের সভাপতি দুটি রাস্তা দাবি করেন। একটি রাস্তা দেওয়া হয়। বলা হয় কাজ দেখে নেওয়ার। দাবি ওঠে, পানীয় জলের। বাউটিয়ায় একটি গার্ড ওয়াল দিয়ে সেখানে রাস্তা তৈরির দাবি ওঠে। জেলা পরিষদ সেটি করে দেবে বলে জানানো হয়। বানিওরে চারটি বুথে কেন প্রতিবছর তৃণমূল হেরে যায় তা দেখার জন্য নলহাটি পুরপ্রধানকে নির্দেশ দেন।

কয়থা এক নম্বরে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক দেওয়ার দাবি মেটে। কয়থা দু’নম্বরে ২ কিলোমিটার রাস্তার অনুমোদন হয়। কিন্তু সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত জানান, বিধানসভায় মূল প্রতিপক্ষ বামফ্রন্ট। তারা ৩৪ বছরের দল। ওরা ভোট তৈরি করে নেবে। পুরনো খেলোয়াড়। তাঁর মতে, বিজেপি কোনও পার্টি নয়।

ছবি: সুশান্ত পাল

The post প্রয়োজনে সিপিএমকে সাহায্য করবে তৃণমূল, বিজেপিকে রুখতে ঘোষণা অনুব্রতর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement