সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের দুই শীর্ষ টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল ও ভোডাফোন- তাদের নেটওয়ার্ক আপগ্রেডিংয়ের দিকে নজর দিচ্ছে। একদিকে নেটওয়ার্ক ক্যাপাসিটি, অন্যদিকে ইন্টারনেটের স্পিড বাড়াতে দুই সংস্থাই নেটওয়ার্কিং ফার্মকে দায়িত্ব দিয়েছে।
জুনিপার ও সিসকো নামের দুই ফার্মই ভারতী এয়ারটেল ও ভোডাফোনের নেটওয়ার্ক আপগ্রেডের কাছে সর্বশক্তি নিয়োগ করেছে। চলতি বছরের শেষের দিকে রিলায়েন্স জিও বাজারে চলে এলে ইন্টারনেট সার্ফিংয়ের সংজ্ঞাটাই বদলে যেতে পারে! গ্রাহকদের খুব সস্তায় ফোর-জি ইন্টারনেট পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুকেশ অম্বানি। জিও-র থেকে কয়েক কদম এগিয়ে থাকতেই থ্রি-জি ও ফোর-জি পরিষেবার উন্নয়নের উপর জোর দিচ্ছে পরস্পরের প্রতিযোগী দুই সংস্থাই। আপাতত এই উন্নয়ন শহরভিত্তিক হলেও ধীরে ধীরে গ্রামাঞ্চলেও ইন্টারনেট পরিষেবার মানবৃদ্ধির দিকে নজর দেওয়া হবে।
The post ইন্টারনেট স্পিড বাড়াচ্ছে এই দুই টেলিকম সংস্থা appeared first on Sangbad Pratidin.