shono
Advertisement

ইনি নাকি বিশ্বের একমাত্র ‘জীবন্ত হেরিটেজ’, বয়স কত জানেন?

শতায়ু পেড়িয়ে এখনও সমান চনমনে৷ The post ইনি নাকি বিশ্বের একমাত্র ‘জীবন্ত হেরিটেজ’, বয়স কত জানেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 07:33 PM Aug 28, 2018Updated: 08:03 PM Aug 28, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বয়স ১১৮ বছর৷ ক্ষয়িষ্ণু শরীর৷ তাও যৌবনের অভ্যাসকে এখনও ভোলেননি জুলিয়া ফ্লোরস কোলকিউ৷ দুর্বল কণ্ঠে, ভাঙা ভাঙা গলায় এখনও গুনগুন করে গান  ধরেন শতায়ু এই মহিলা৷ বাজান তাঁর অতিপ্রিয় গিটারটিও৷ বলিভিয়ার প্রত্যন্ত গ্রাম সাকাবার এই মহিলাকেই এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ বলে মনে করা হচ্ছে৷ যদিও সূত্রের খবর, এই মহিলার নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তোলার জন্য এখনও কোনও প্রস্তাব জমা পরেনি৷

Advertisement

[কেমন হল পদব্রজে নর্মদা পরিক্রমা, যাত্রাশেষে স্মৃতির ঝাঁপি উপুর করলেন চন্দন বিশ্বাস]

তাঁর ভোটার কার্ড বলছে, ১৯০০-এর ২৬ অক্টোবর বলিভিয়ার পার্বত্য অঞ্চলে জন্মগ্রহণ করেন তিনি৷ নিজের চোখে দেখেছেন দুটি বিশ্বযুদ্ধের ভয়াবহতাকে৷ জানান, সেই সময় কত কষ্টের মধ্য দিয়ে কেটেছে জীবন৷ নিজের জন্মস্থান ছেড়ে সাকাবা গ্রামে চলে আসতে হয়েছে তাঁকে এবং তাঁর পরিবারকে৷ ওই গ্রামেই একটি ফলের দোকান ছিল তাঁর পরিবারের৷ পরে নিজেও সেখানেই কাজ করতে শুরু করেন৷ বিয়ে করেননি ফলে পিছুটানহীন এই শতায়ু মহিলা এখন সময় কাটান পোষ্যদের সঙ্গে৷ দিনের বেশিরভাগ সময়টা তাঁদের আদর করেই কেটে যায় তাঁর৷ শতবর্ষ অতিক্রম করে এখনও মনের যৌবনকে ধরে রেখেছেন জুলিয়া ফ্লোরস৷ এর রহস্যটা কী? জানতে চাওয়া হলে নিজেই জানালেন, পাড়াতুতো নাতনি অগাস্টিন বেরনার হাতে তৈরি কেক ও সোডা৷ দিনের বেশিরভাগ সময়ে এটাই তাঁর খাদ্য৷

[নারী আধিপত্যের প্রতিবাদে নিজেদের ‘বিয়ের শ্রাদ্ধ’ করলেন ১৫০ পুরুষ]

গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী একদিন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন জাপানের নাবি তাজিমা৷ ১৯০০-এর ৪ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি৷ তবে চলতি বছরেই মৃত্যু হয়েছে তাঁর৷ ফলে জুলিয়া ফ্লোরস কোলকিউকেই এখন বিশ্বের জীবন্ত সবচেয়ে বয়স্ক মানুষ বলে দাবি করা হচ্ছে৷ এই মহিলাকে বিশ্বের একমাত্র ‘জীবন্ত হেরিটেজ’ বলে আখ্যা দিয়েছেন সাকাবার মেয়র৷ জানা গিয়েছে, সরকারি উদ্যোগে নতুন করে তৈরি করে দেওয়া হয়েছে তাঁর জীর্ণ বাড়ি৷

The post ইনি নাকি বিশ্বের একমাত্র ‘জীবন্ত হেরিটেজ’, বয়স কত জানেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার