shono
Advertisement
BSF-BGB

সীমান্তে উসকানি, দিল্লিতে বিএসএফ-বিজিবি বৈঠক, চাপের মুখে সুর নরম বাংলাদেশের

কী বললেন বিজিবি কর্তা?
Published By: Tiyasha SarkarPosted: 12:05 PM Feb 20, 2025Updated: 02:09 PM Feb 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে লাগাতার উসকানি দিচ্ছে বাংলাদেশ! তালে তাল মিলিয়ে হুঙ্কার দিচ্ছে বিজিবি। ভারতের মাটিতেই কাঁটাতার বসাতে গিয়ে বাধা পাচ্ছে বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স)। এদিকে বিজিবির বিরুদ্ধে 'নো ম্য়ানস ল্যান্ডে' বাঙ্কার তৈরির অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে দিল্লিতে বৈঠক করলেন বিএসএফ ও বিজিবির কর্তারা। সেখানেই সুর নরম বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ)। এদিকে বিএসএফের তরফে জানানো হয়েছে, তাঁদের তরফে কখনও বিজিবিকে আক্রমণ করা হয়নি। এই ধরণের মনোভাব তাঁদের নেই।

Advertisement

হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তাল বাংলাদেশ। সময় যত এগোচ্ছে তত চরমে উঠছে অশান্তি। আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। বহু মানুষ যে কোনও মূল্যে ভারতে প্রবেশের চেষ্টা করছেন। এদিকে অনুপ্রবেশ রুখতে কেন্দ্রের তরফে পদক্ষেপ করা হয়েছে। মালদহ, কোচবিহার-সহ বাংলার একাধিক সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। তা নিয়ে অশান্তির ছবিও প্রকাশ্যে এসেছে। কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে নিয়ে বিএসএফ ও বিজিবির অশান্তিতে উত্তপ্ত হয়ে উঠেছিল মালদহ, কোচবিহারের একাধিক এলাকা। সেই থেকে বারবার বাংলাদেশের (বিজিবি) বিরুদ্ধে সীমান্তে লাগাতার উসকানির অভিযোগ এনেছে ভারত। পরবর্তীতে বাংলাদেশের তরফে ভারতের সঙ্গে কথা হয়। জানানো হয়, বিএসএফ আর কাঁটাতারের বেড়া নির্মাণ করবে না। সেই সময়ই বিএসএফ ও বিজিবির ডিজি পর্যায়ে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছিল।

 

এদিন দিল্লিতে মিটিং করেন বিজিবি ও বিএসএফের কর্তারা। সেখানে সীমান্তের একাধিক সমস্য়া নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সেখানে দুপক্ষই সমঝোতার পথে হাঁটার কথা বলেছে। দুই দেশের জওয়ানরাই শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখবে বলেও জানান, বিএসএফ ও বিজিবি কর্তারা। উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৯৬৩ কিলোমিটার অংশই কাঁটাতার বিহীন অবস্থায় রয়েছে। সম্প্রতি সীমান্তের তেমন কিছু এলাকায় বিএসএফ কাঁটাতার বসানোর কাজ শুরু করলে বিজিবির সঙ্গে সংঘাত বাঁধে। কাঁটাতারের বিষয়ে আপত্তি জানায় বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানরা। মালদহের কালিয়াচক এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এই নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। যার জেরে ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কও আরও উত্তপ্ত হয়ে ওঠে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশ অশান্ত হতেই সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত।
  • সীমান্তের বেড়াহীন এলাকায় কাঁটাতার বসাতে গিয়ে উত্তপ্ত হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক এলাকা। এদিকে বিজিবির বিরুদ্ধে 'নো ম্য়ানস ল্যান্ডে' বাঙ্কার তৈরির অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে দিল্লিতে বৈঠক করলেন বিএসএফ ও বিজিবির কর্তারা। সেখানেই সুর নরম বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ)।
  • এদিকে বিএসএফের তরফে জানানো হয়েছে, তাঁদের তরফে কখনও বিজিবিকে আক্রমণ করা হয়নি। এই ধরণের মনোভাব তাঁদের নেই।
Advertisement