সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তি অধিকার রক্ষার্থের আর্জি জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সলমন খান। কোনও ওয়েবসাইট কিংবা বিজ্ঞাপনে যেন তাঁর নাম, ছবি, ভিডিও বিনা অনুমতিতে কেউ যাতে ব্যবহার না করতে পারেন, সেই আর্জি নিয়েই আদালতের দ্বারস্থ হন ভাইজান সলমন খান। গ্ল্যামার দুনিয়ার তারকাদের প্রায়শই ডিপফেক-এর শিকার হতে হয়। সুপারস্টার সলমন খানও তার ব্যতিক্রম নন। এবার এই নিয়ে সোশাল মিডিয়া সংস্থাগুলিকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।
ইতিমধ্যেই বিচারক মনমিত প্রীতম সিং অরোরা সোশাল মিডিয়া ব্যবহারকারী সমস্ত সংস্থাকে সতর্ক করে বলেন সলমনের নাম, ছবি বা ভিডিও অনুমোদন ছাড়া কোনওরকম বিজ্ঞাপনীমূলক প্রচারে ব্যবহার করা যাবে না। এবং পূর্বে যদি কোনও সংস্থা এই কাজ করে থাকে সেক্ষেত্রে যেন তাঁরা সলমনের সমস্ত ছবি বা ভিডিও তাঁদের সোশাল মিডিয়া থেকে সরিয়ে দেয়। শুধু তাই নয়, তথ্য ও প্রযুক্তি বিধি ২০২১ অনুসারে আগামী তিন দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।
বলে রাখা ভালো সলমনের আগে এই বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বহু অভিনেতা-অভিনেত্রী। সেই তালিকায় রয়েছেন স্বয়ং বচ্চন পরিবারের সদস্যরা। এছাড়াও রয়েছেন, হৃতিক রোশন, অজয় দেবগণ, অক্ষয় কুমার, কুমার শানু, নাগার্জুনা প্রমুখ। এবার সেই তালিকায় নাম জুড়লো সলমনেরও।
