shono
Advertisement
Debolinaa Nandy

'অর্ধেক কাজ করতে চাইনি! কেন আমায় বাঁচানো হল?', হাসপাতালের বেডে শুয়েই কাতর আর্তি দেবলীনার

'চোখে বুজে আসছিল, কিন্তু...', কী ঘটে সেই রাতে? জানালেন গায়িকা-ইনফ্লুয়েন্সার।
Published By: Sandipta BhanjaPosted: 09:53 AM Jan 06, 2026Updated: 02:12 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় হাসিখুশি ফ্রেমের আড়ালে বিষাদগ্রস্ত জীবন! স্বামী প্রবাহর সঙ্গে দাম্পত্যের টানাপোড়েনে মানসিক যন্ত্রণার কাছে নতিস্বীকার করে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দেবলীনা নন্দী (Debolinaa Nandy)। যদিও বন্ধু-অভিনেতা সায়ক চক্রবর্তী এবং আপ্তসহায়কের চেষ্টায় বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন সঙ্গীতশিল্পী-ইনফ্লুয়েন্সারের। তহে হাসপাতালের বেডে শুয়েই দেবলীনার কাতর আর্তি, "অর্ধেক কাজ করতে চাইনি! কেন আমায় বাঁচানো হল?"

Advertisement

জানা গিয়েছে, ব্যক্তিজীবনে অশান্তির কারণেই মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছিলেন দেবলীনা। এদিকে জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের আত্মঘাতী হওয়ার চেষ্টার খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় সোশাল মিডিয়া। সোমবার সন্ধেবেলা নাগাদ দেবলীনা নন্দীর মাকে নিয়ে হাসপাতালে বন্ধুকে দেখতে পৌঁছন সায়ক। সেখান থেকেই গোটা বিষয়টি ফেসবুক লাইভে তুলে ধরেন দেবলীনা মারফৎ। ঠিক কী ঘটে সেই রাতে? দেবলীনা জানান, "আমি অনেকবার ভেবেছি সব ঠিক হয়ে যাবে। হয়তো চরম সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। একাধিকবার মনেও হয়েছিল স্বামী প্রবাহর সঙ্গে যোগাযোগ করার কথা। কিন্তু আমি জানতাম, কোনও উত্তর আসবে না। চোখ বুজে আসছিল...।"

সায়কের লাইভে দেবলীনাকে বলতে শোনা যায়, "আমি অর্ধেক কাজ করতে চাইনি। পুরো কাজ করতে চেয়েছিলাম। দরকার ছিল না এই দ্বিতীয় সুযোগের। মরে গেলে সব ল্যাটা চুকেই যেত! যখন সব ওষুধ খাওয়া হয়ে গিয়েছে। চোখ জুড়িয়ে আসছিল। তখনও ভগবানকে বলছিলাম, সব ঠিক করে দাও। আর কোনও সমস্যা হবে না। ভাবতেই পারি না একসময়ে- মা না সংসার, না স্বামী এরকম কোনও প্রশ্নের সম্মুখীন হব! সবটা উলটে গেল, বিয়ের আগে আমি নিজেকে, গানকে, মাকে, সবচেয়ে বেশি ভালবেসেছি। বিয়ের পর সবচেয়ে বেশি ভালবাসি স্বামী প্রবাহকে। তারপর মা, গান এবং আমি। পুরোটাই যেন বদলে গেল।" যদিও দেবলীনা নন্দী আপাতত বিপন্মুক্ত। তবে সঙ্গীতশিল্পী-ইনফ্লুয়েন্সারের এহেন পদক্ষেপ কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, গ্ল্যামার জগতের আড়ালে পারিবারিক বিবাদ কীভাবে একজন শিল্পীকে মৃত্যুমুখে ঠেলে দিতে পারে!

সঙ্গীত জগতের পরিচিত মুখ দেবলীনা নন্দী। বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন তিনি। সোশাল মিডিয়ায়ও নিয়মিত ভিডিও আপলোড করেন তিনি। তাঁর ফলোয়ারের সংখ্যাও প্রচুর। গত শনিবার রাতে হঠাৎই ফেসবুকে লাইভ করেন দেবলীনা। সেখানেই ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে মুখ খোলেন তিনি। জানান, স্বামী প্রবাহ নন্দীর সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement