shono
Advertisement
Swarup Biswas Rahool Mukherjee

ক্ষমা চেয়ে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলা থেকে সরলেন পরিচালক রাহুল

'কিশমিশ' পরিচালক যোগ দিয়েছেন পুরনো ডিরেক্টর্স গিল্ডেও।
Published By: Sandipta BhanjaPosted: 09:02 PM Mar 19, 2025Updated: 09:02 PM Mar 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবছরই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের কর্মবিরতির নির্দেশ নিয়ে তোলপাড় হয়েছিল স্টুডিওপাড়া। একজোটে নতুন 'ডিরেক্টর্স গিল্ড' প্রতিবাদে শামিল হয়েছিল। গোটা একটা দিনের জন্য বন্ধ ছিল লাইট-ক্যামেরা, অ্যাকশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় যদিও সেই সমস্যার সমাধান হয়েছিল, তবে গত ছয় মাস ধরে সেভাবে কাজ পাননি দেব-রুক্মিণীর 'কিশমিশ' খ্যাত রাহুল (Rahool Mukherjee)। অতীত ভুলে সেই বিবাদ মেটাতে সম্প্রতি পুরনো পরিচালক গিল্ডে যোগ দিয়েছেন পরিচালক। সোশাল মিডিয়ায় ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) কাছে ক্ষমাও চেয়ে নেন। এবার জানা গেল, নতুন 'ডিরেক্টর্স গিল্ড'-এর তরফে গতবছর স্বরূপের বিরুদ্ধে যে মানহানি মামলা দায়ের করা হয়েছিল, এবার সেই তালিকা থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন রাহুল মুখোপাধ্যায়। আরও স্পষ্টভাবে বলতে হলে, ফেডারেশন সভাপতির বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে সরে এলেন তিনি।

Advertisement

২০২৪ সালের অক্টোবর মাস। টলিউডে যৌন হেনস্তা এবং অশালীন-অনৈতিক আচরণের ঘটনা রুখতে, অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের রক্ষাকবচ হিসেবে 'সুরক্ষা বন্ধু' কমিটি তৈরি করেছিলেন স্বরূপ বিশ্বাস। সেইসময়েই ফেডারেশন সভাপতি অভিযোগ করেন, "৪০ শতাংশ যৌন হেনস্তার অভিযোগ এসেছে প্রযোজকদের বিরুদ্ধে। আর ৬০ শতাংশ অভিযোগ রয়েছে পরিচালক এবং পরিচালক থেকে প্রযোজক হয়েছে এমন ব্যক্তির বিরুদ্ধে।" ফে়ডারেশন সভাপতির এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতির বিরুদ্ধে সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়-সহ ২৩৩ জন পরিচালক ২৩ কোটির মানহানির মামলা করেন। সেই তালিকায় ছিলেন রাহলও। এবার মামলা দায়েরকারীর তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করলেন পরিচালক। সংবাদমাধ্যমের কাছে এই খবর নিশ্চিত করেছেন পুরনো পরিচালক গিল্ডের শুভম দাস।

ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের দ্বন্দ্ব নতুন নয়! গতবছর থেকেই একাধিকবার ইন্ডাস্ট্রির অন্দরমহলের দ্বন্দ্ব চর্চার শিরোনামে বিরাজ করেছে। সাম্প্রতিক অতীতে টলিপাড়ার তিন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়কে অসঙ্গতির কারণ দেখিয়ে ‘নিষিদ্ধ’ ঘোষণার পরই আবার নতুন করে মাথাচাড়া দেয় গিল্ড-ফেডারেশন তরজা। মন্ত্রী অরূপ বিশ্বাসের মধ্যস্থতায় যদিও তার সাময়িক সমাধান হয়েছে, তবে সেই আবহেই শোনা যায়, টলিপাড়ার একাধিক পরিচালকরা নাকি পুরনো পরিচালক সংগঠন ইস্ট ইন্ডিয়া মোশন পিকচার্স ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন-এ ফিরছেন। সেই 'পরিত্যক্ত' গিল্ড আবারও নতুন করে মাথা চাড়া দিচ্ছে। যে সংগঠনে প্রত্যাবর্তন করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়ের মতো অনেকেই। রাহুল মুখোপাধ্যায়ও তাই। এবার তি শিগগিরি পরিচালনায় ফিরতে চলেছেন তিনি? সময়ের গর্ভেই লুকিয়ে সেই উত্তর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি পুরনো পরিচালক গিল্ডে যোগ দিয়েছেন পরিচালক মুখোপাধ্যায়।
  • সোশাল মিডিয়ায় ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের কাছে ক্ষমাও চেয়ে নেন পরিচালক।
  • স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলা থেকে সরলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়।
Advertisement