ধর্মেন্দ্রর মৃত্যুর পর থেকেই হেমা মালিনীর সঙ্গে দেওল পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে চলছে নানা টানাপোড়েন। অনেকেই সানি দেওল ও ববি দেওলের সঙ্গে হেমার সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। অনেকেই আবার বলেছেন ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানদের সঙ্গে নাকি হেমার বিবাদ চরমে। আর তাই জন্যই নাকি আলাদা প্রার্থনাসভার আয়োজন করেছিলেন তিনি। এবার এই সব জল্পনায় জল ঢেলে মুখ খুললেন হেমা। কী বললেন বলিউডের 'ড্রিম গার্ল"?
সম্প্রতি এক সাক্ষাৎকারে হেমা এই নিয়ে বলেন, "আমার সঙ্গে সানি এবং ববির সম্পর্ক ভীষণই ভালো। আমি জানি না কেন মানুষ এগুলো নিয়ে এত জলঘোলা করছেন। এটা একান্তই আমাদের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়। এই নিয়ে বাইরে কিছু মন্তব্য করতে আমি চাই না। কিন্তু এই আলোচনা দিনে দিনে বেড়ে চলেছে। আমারা ভীষণ ভালো সম্পর্ক বজায় রাখি। আমরা আমাদের মতো করে তাঁর প্রাথনাসভা আয়োজন করেছি। এর মানে এই নয় যে আমাদের তিক্ত সম্পর্ক। আমাদের মধ্যে কোনও বিবাদই নেই। আসলে কিছু মানুষ এতটাই গসিপপ্রেমী যে, তাঁরা অন্যের জীবনের সমস্যা নিয়ে আলোচনা করতে ভালোবাসেন। আমি এর থেকে বেশি কিছু আর বলব না।''
গত ২৪ নভেম্বর চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন বলিউডের ‘হিম্যান’। যদিও তার দিন তিনেক বাদে ২৭ নভেম্বর মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে ধর্মেন্দ্রর ‘লার্জার দ্যন ফিল্মি লাইফ’ উদযাপনের জন্য স্মরণসভার আয়োজন করেছিলেন সানি দেওল, ববি দেওলরা। তবে সেদিন বলিউডের সিংহভাগ সেলেবরা হাজির থাকলেও সেই স্মরণসভায় দেখা যায়নি হেমা মালিনীকে। পাপারাজ্জি সংস্কৃতির সুবাদে পরে জানা যায়, ওই দিন হেমা নিজের বাড়িতে ঘরোয়া স্মরণসভায় গীতাপাঠ, পুজোআচ্চা করেন প্রয়াত স্বামীর নামে। আর এখান থেকেই দানা বেঁধেছিল জল্পনা। এবার তাতে জল ঢাললেন হেমা নিজে।
