shono
Advertisement
Jishu Sengupta-Sourav Das

যিশু-সৌরভ প্রযোজিত প্রথম সিনেমায় বড় চমক! কবে মুক্তি?

ছবির পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ।
Published By: Arani BhattacharyaPosted: 02:25 PM Dec 16, 2025Updated: 04:20 PM Dec 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয়ের পাশাপাশি প্রযোজকের ভূমিকায় বহুদিন আগেই অবতীর্ণ হয়েছিলেন যিশু সেনগুপ্ত। চলতি বছরে অভিনেতা সৌরভ দাসের সঙ্গে প্রযোজনায় গাঁটছড়া বেঁধেছেন তিনি। এবার সেই প্রযোজনা সংস্থার নতুন ছবিই মুক্তির অপেক্ষা।

Advertisement

উল্লেখ্য, নীলাঞ্জনা শর্মার সঙ্গে বিচ্ছেদের পর নিজেদের পুরনো প্রযোজনা সংস্থার থেকে সরে দাঁড়ান যিশু। প্রযোজক হিসেবে চলতি বছরেই শুরু করেন নতুন জার্নি। তাঁর সঙ্গে যুক্ত হন অভিনেতা সৌরভ দাসও। তাঁদের প্রযোজনা সংস্থার নাম 'হোয়াই সো সিরিয়াস'। পুজোর সময় এই প্রযোজনা সংস্থার হাত ধরে এসেছিল নতুন মিউজিক ভিডিও। তখন এই পুরো ভিডিওটির সমস্ত দায়িত্ব সামলেছেন যিশু নিজেই। তখনই কানাঘুষো শোনা গিয়েছিল যে, এই প্রযোজনা সংস্থার ছত্রছায়ায় নতুন পূর্ণ দৈর্ঘ্যের ছবি আসতে চলেছে। এবার সেই খবর নিশ্চিত করা হল বলা যায়। দর্শকের বরাবরের পছন্দ থ্রিলার। আর সেই পছন্দের কথা মাথায় রেখেই আসছে যিশু-সৌরভের প্রযোজনা সংস্থার প্রথম ছবি 'খ্যাপা ভাস্কর'।

এই ছবির পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। ছবির চিত্রনাট্য লিখছেন সৌমিক দে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সাগ্নিক চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন, তৃণা সাহা, বিবৃতি চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শুটিং। সব ঠিক থাকলে নতুন বছরে এই ছবি মুক্তি পেতে পারে বলেই খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভিনয়ের পাশাপাশি প্রযোজকের ভূমিকায় বহুদিন আগেই অবতীর্ণ হয়েছিলেন যিশু সেনগুপ্ত।
  • চলতি বছরে অভিনেতা সৌরভ দাসের সঙ্গে প্রযোজনায় গাঁটছড়া বেঁধেছেন তিনি।
  • এবার সেই প্রযোজনা সংস্থার নতুন ছবিই মুক্তির অপেক্ষা।
Advertisement