shono
Advertisement
Yogi Adityanath

'আর মাত্র ৫ দিন বাকি', যোগীকে Pok দখলের ডেডলাইন মনে করাল কংগ্রেস

যোগীকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে কেরল কংগ্রেস।
Published By: Kishore GhoshPosted: 02:46 PM Nov 13, 2024Updated: 04:08 PM Nov 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে ভোটপ্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে বাকযুদ্ধ চলছে। এর মধ্যে ওয়ানাড়ে উপনির্বাচনের দিনে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে যোগী আদিত্যনাথকে খোঁচা দিল কেরল কংগ্রেস। গত লোকসভা ভোটের প্রচারে গত যোগী ঘোষণা দিয়েছিলেন, তৃতীয়বার মোদি সরকার ক্ষমতায় এলে পরবর্তী ৬ মাসের মধ্যে পাক অধিকৃত কাশ্মীরের দখল করবে ভারত। সোমবার সোশাল মিডিয়া যোগীকে কেরল কংগ্রেস স্মরণ করাল--৬ মাস হতে আর ৫ দিন বাকি।

Advertisement

উন্নয়ন, মূল্যবৃদ্ধি, চাকরি, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি ছিল ব্যাকফুটে। লোকসভা ভোটের প্রচারে পাক অধিকৃত কাশ্মীর (Pok) ফেরানো নিয়ে গরম বক্তৃতা দেন একাধিক বিজেপি নেতা। তাঁদের মধ্যে ছিলেন যোগীও। মহারাষ্ট্রের পালঘরে নির্বাচনী প্রচারে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, “পাকিস্তানের পক্ষে এখন অধিকৃত কাশ্মীর নিজেদের দখলে রাখা যথেষ্ট কঠিন। আপনারা তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করুন। দেখবেন ৬ মাসের মধ্যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হয়ে গিয়েছে। এই কাজের জন্য দুঃসাহসিকতার প্রয়োজন। নরেন্দ্র মোদির সেটা রয়েছে এবং উনি তা করবেন।”

সেই কথা মনে করিয়ে দলের এক্স হ্যান্ডেলে বুধবার ছোট্ট পোস্ট করেছে কেরল কংগ্রেস। সেখান লেখা হয়েছে---"মাত্র পাঁচদিন বাকি!" সঙ্গে সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি কার্ড রয়েছে। সেই কার্ডে যোগীর ছবির সঙ্গে লেখা---প্রধানমন্ত্রী মোদির তৃতীয় দফায় ৬ মাসের মধ্যে ভারতের অংশ হবে Pok। এই পোস্ট ইতিমধ্যে ভাইরাল হয়েছে। কমেন্টের বন্যায় কেউ মনে করাচ্ছেন, ক্ষমতায় আসার আগে মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেক ভারতীয় নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ঢুকবে। এক নেটিজেন লিখেছেন, মোদি সরকার Pok ফেরাতে ২০৪৭ অবধি সময় বাড়াবে মনে হয়! বিজেপি সমর্থকরা অবশ্য পালটা কংগ্রেসকে তোপ দেগেছে। এক নেটিজেন লিখেছেন, ১৯৪৭ সালে কংগ্রেসই Pok উপহার দিয়েছিল পাকিস্তানকে। সব মিলিয়ে ওয়ানাড়ে উপনির্বাচনের দিনে বিজেপি-কংগ্রেস বাকযুদ্ধ চরমে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পোস্টটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
  • বিজেপি সমর্থকরা অবশ্য পালটা কংগ্রেসকে তোপ দেগেছে।
Advertisement