shono
Advertisement

দিল্লি থেকে ট্রেনে ফেরার পর করোনা পজিটিভ, কর্ণাটকে মৃত্যু ৬৫ বছরের ব্যক্তির

তিনি যে ট্রেনে সফর করেছিলেন, তার যাত্রীতালিকা খতিয়ে দেখা হচ্ছে। The post দিল্লি থেকে ট্রেনে ফেরার পর করোনা পজিটিভ, কর্ণাটকে মৃত্যু ৬৫ বছরের ব্যক্তির appeared first on Sangbad Pratidin.
Posted: 01:38 PM Mar 27, 2020Updated: 01:38 PM Mar 27, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে মরণ কামড় আরও জোরদার করছে নোভেল করোনা ভাইরাস। আজ কর্ণাটকের টুমকুরুতে ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যুর খবর মিলল। এনিয়ে ভারতে করোনার বলি বেড়ে দাঁড়াল ১৮ (দুই বিদেশি-সহ সংখ্যাটা ২০)। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এখনও পর্যন্ত COVID-19 এ আক্রান্ত ৭২৪ জন।

Advertisement

 

হাসপাতাল সূত্রে খবর, মার্চের ৫ তারিখ কর্ণাটকের টুমকুরুর বাসিন্দা এই বৃদ্ধ গিয়েছিলেন দিল্লিতে। ১১ তারিখ তিনি ট্রেনে করেই বাড়ি ফেরেন। তারপর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভরতি হন। চিকিৎসা শুরু হয়। তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজ সকালে মৃত্যু হয় ৬৫ বছরের ওই বৃদ্ধ। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের মৃতের সংখ্যা ৩। যেহেতু তিনি ট্রেনেই যাতায়াত করেছিলেন, তাই সেখান থেকে সংক্রমণ ছড়িয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পডুন: জেলে করোনার ভয়, তড়িঘড়ি জামিনের আবেদন ইয়েস ব্যাংকের কর্ণধারের]

টুমকুরুর ডেপুটি কমিশনার ডক্টর কে রাকেশ কুমার জানিয়েছেন, যে ট্রেনে তিনি সফর করেছিলেন, সেই ট্রেনকে চিহ্নিত করে, তাঁর সফরসঙ্গীদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। কারণ, তাঁদের কারও শরীরে করোনার জীবাণু প্রবেশ করেছে কিনা, তা পরীক্ষা করা প্রয়োজন। সাম্প্রতিককালের মধ্যে বৃহস্পতিবার ভারতে করোনা সংক্রমণের হার ছিল সর্বোচ্চ, একদিনে শতাধিক। স্বাস্থ্যমন্ত্রকের এই পরিসংখ্যানে উদ্বেগ বাড়ছিল। তবে স্বস্তির খবরও আছে। গত কয়েকদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন গুটি কয়েক রোগী। আপাতত তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, লকডাউনের বাকি কয়েকটি দিনে সেভাবে সংক্রমণ ছড়াবে না। আবার কেউ কেউ এ বিষয়ে সন্দিহান। তাঁদের আশঙ্কা, এই তৃতীয় থেকে পঞ্চম সপ্তাহের মাঝেই সংক্রমণের হার আরও বাড়বে।

[আরও পডুন: মদ ভেবে ভুলবশত স্যানিটাইজার খেয়ে প্রাণ গেল জেলবন্দির]

The post দিল্লি থেকে ট্রেনে ফেরার পর করোনা পজিটিভ, কর্ণাটকে মৃত্যু ৬৫ বছরের ব্যক্তির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement