shono
Advertisement

পোড়ো বাড়িতে কার সঙ্গে রাত কাটালেন গ্যারি?

বহু বছর পুরনো পোড়ো বাড়িটিকে যেন অন্ধকার গ্রাস করেছে৷ গ্যারি অবশ্য ভয় পাওয়ার পাত্র নন৷ বাড়ির ভিতর একাই ঢুকে পড়েন৷ তবে তারপরে তাঁর সঙ্গে যা যা ঘটেছিল, তাতে সাহসী গ্যারিরও পা কেঁপে গিয়েছিল৷ The post পোড়ো বাড়িতে কার সঙ্গে রাত কাটালেন গ্যারি? appeared first on Sangbad Pratidin.
Posted: 09:27 PM May 16, 2016Updated: 12:47 PM Apr 03, 2019

ভূত-আত্মা-অশরীরী নিয়ে বরাবরই আগ্রহ গ্যারি জনস্টোনের৷ কোথাও কোনও অপ্রাকৃতিক বা অলৌকিক ঘটনা ঘটলে সেটা তাঁর চোখ এড়ায় না৷ এমন অপ্রাকৃতিক ঘটনার ডাকে একাধিকবার সাড়া দিয়েছেন৷ ফলে ঝুলিতে তাঁর অফুরন্ত ভয়ঙ্কর অভিজ্ঞতা৷ সম্প্রতি যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি, তা শুনলে শিউড়ে উঠতে হয়৷
২০১২ সালে মুক্তি পেয়েছিল রোমহর্ষক ছবি ‘হয়েন দ্য লাইটস ওয়েন্ট আউট৷’ সেই ছবি দেখেই অনুপ্রেরণা পান ম্যাঞ্চেস্টার বাসিন্দা৷ পন্টিফ্র্যাক্টের ইস্ট ড্রাইভে ভূতুরে বাড়ির কথা শুনেছিলেন৷ ইউরোপের সবচেয়ে ভয়ের বাড়ি বলে পরিচিত সেটি৷ খোঁজ নিয়ে জানতে পেরেছিলেন বন্ধ বাড়িটির ভিতর নানা অলৌকিক ঘটনা ঘটে৷ এক রাতে ভূতের অস্তিত্ব বোঝার সরঞ্জাম নিয়ে সোজা হানা দেন সেই বাড়িতে৷ বহু বছর পুরনো পোড়ো বাড়িটিকে যেন অন্ধকার গ্রাস করেছে৷ গ্যারি অবশ্য ভয় পাওয়ার পাত্র নন৷ বাড়ির ভিতর একাই ঢুকে পড়েন৷ তবে তারপরে তাঁর সঙ্গে যা যা ঘটেছিল, তাতে সাহসী গ্যারিরও পা কেঁপে গিয়েছিল৷
অন্ধকার কোরিডোরের মধ্যে দিয়ে হাঁটার সময় বারবারই মনে হতে থাকে তাঁর সঙ্গে কেউ সমান তালে এগিয়ে চলেছে৷ তবে অন্ধকারে কিছুই চোখে পড়ছিল না৷ সরঞ্জামগুলি তাঁর হাতে থাকা সত্ত্বেও নিজের মতোই কাজ করছিল৷ এমনকী সেখানকার কিছু ছবি তিনি কম্পিউটারের মাধ্যমে পাঠানোর চেষ্টা করলেও সেগুলো নিজে থেকেই ‘ডিলিট’ হয়ে যায়৷ বর্তমানে যিনি বাড়িটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন, তাঁর সঙ্গে কথা বলেও নানা অদ্ভুত ঘটনার কথা জানতে পারেন তিনি৷
নিজের অভিজ্ঞতাগুলোকে জোড়া লাগিয়ে একটি ডকুমেন্ট্রি তৈরি করেছেন তিনি৷ নিচের ভিডিওটি ক্লিক করে দেখে নিন কী কী ঘটনার সাক্ষী হয়েছিলেন তিনি৷ তারপর নিজেরাই সিদ্ধান্ত নিন, অলৌকিক ঘটনায় বিশ্বাস করবেন কি না!

Advertisement

The post পোড়ো বাড়িতে কার সঙ্গে রাত কাটালেন গ্যারি? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement