সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ১৪। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য চর্চিত বিহারের ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ব্যাটিং দেখে কে বলবে, আসলে সে কিশোর। কিন্তু দীপাবলির আনন্দে যেভাবে মেতে উঠল, তাতে বোঝাই যাচ্ছে এখনও 'বাচ্চাই'।
আলোর উৎসবে মেতে উঠেছে দেশবাসী। ভারতের ক্রিকেটাররাও সোশাল মিডিয়ায় নিজেদের ছবি দিয়েছেন। বৈভব অবশ্য নিজে ছবি দেয়নি। বরং তার একটি ভিডিও আপলোড করেছে রাজস্থান রয়্যালস। আইপিএলে এই দলের হয়ে খেলে সে। আর সেখানে বাজি ফাটাতে গিয়ে বৈভব যে কাণ্ডকারখানা করল, তা দেখে হাসি থামছে না নেটিজেনদের।
নিজের হাউসিংয়েই দীপাবলি কাটায় বৈভব। সেখানে আতশবাজিতে আগুন দিয়ে ভয়ে দৌড় দেয় সে। আবার কখনও এক খুদের হাতে বাজি তুলে দেয়। বৈভবের পরনে ছিল নীল শার্ট ও কালো শর্টস। যা দেখে অনেকে বলছেন, যে মাঠে ওরকম চারছক্কার ফুলঝুরি ছোটায়, সে কি না বাজির হয়ে পালিয়ে বেড়াচ্ছে। রাজস্থান রয়্যালসের তরফ থেকে লেখা হয়েছে, 'দিওয়ালির সন্ধ্যা বৈভবের সঙ্গে এভাবে কাটল।'
সম্প্রতি একটি বড় দায়িত্ব পেয়েছে বৈভব। বিহার বিধানসভা নির্বাচন নিয়ে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য নির্বাচন কমিশন একটি বিরাট পদক্ষেপ নিয়েছে। তরুণ ক্রিকেটার বৈভবকে ‘ভবিষ্যতের ভোটার আইকন’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচন কমিশন তরুণদের কাছে ভোটদানের গুরুত্ব তুলে ধরা ও জনসচেতনতা বৃদ্ধির জন্য বিশিষ্ট ব্যক্তিত্বদের আইকন হিসেবে ব্যবহার করে। সেখানে এবার বৈভব সূর্যবংশীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
