shono
Advertisement
Arjun Tendulkar

'ভুল শিক্ষা'য় বড় হয়েছেন অর্জুন! শচীনপুত্রকে নিয়ে বিরাট আক্ষেপ যুবরাজের বাবার

Yograj Singh: অর্জুনকে নিয়ে কী পরামর্শ দিয়েছিলেন যোগরাজ?
Published By: Arpan DasPosted: 04:01 PM Jan 03, 2026Updated: 05:08 PM Jan 03, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা কিংবদন্তি। ছেলেও ক্রিকেট খেলেন, তবে সেই উচ্চতায় উঠতে পারেননি। শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকর (Arjun Tendulka) অবশ্য অলরাউন্ডার। মূলত মিডিয়াম পেসার। ব্যাট করতে নামেন অনেক পরের দিকে। সেটা একেবারেই পছন্দ নয় যুবরাজ সিংয়ের বাবার। বরং যোগরাজ সিং মনে করেন অর্জুনের উচিত মন দিয়ে ব্যাট করা। কারণ যোগরাজের মতে তিনি ব্যাট করেন শচীনের মতোই। অথচ অর্জুনকে নাকি কখনও সেভাবে ব্যাটই করাননি তাঁর কোচেরা।

Advertisement

আসলে শচীনপুত্র দীর্ঘদিন যোগরাজের কাছে অনুশীলন করেছেন। প্রথমে মুম্বই ইন্ডিয়ান্সে খেললেও এবার অর্জুন লখনউ সুপার জায়ান্টসে এসেছেন। অথচ রনজি ট্রফি অভিষেকে তিনি সেঞ্চুরি করেছিলেন। কিন্তু মুম্বই দলেও ধারাবাহিক হতে পারেননি। এখন ঘরোয়া ক্রিকেটে তাঁর ঠিকানা গোয়া। যেখানে বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাটিং করেন।

যা নিয়ে যোগরাজ বলছেন, "সবাই ওর বোলিং নিয়ে ভেবেছে। আমি জানি না ওর কোচেরা এরকম ভুল কেন করল! আসলে তো ও ব্যাটার। একসময় আমার ক্যাম্পে ছিল অর্জুন। একদিন ও বলের আঘাতে আহত হয়, আমি ওকে হাসপাতালে নিয়ে যাই। অর্জুন সুস্থই ছিল। আমি ওকে বলি প্যাড পরতে। কিন্তু ও আমাকে বলে কেউ ওকে ব্যাট করার সুযোগই দেয়নি।"

যোগরাজ তারপর বলেন, "আমি ওকে আগে কখনও ব্যাট করতে দেখিনি। ওকে ইনডোরে ব্যাট করতে বলি। তখন যেন আগুনে মেজাজে ছিল, পার্কের বাইরে বল পাঠিয়ে দিচ্ছিল। আমি ওর কোচকে জিজ্ঞেস করি, কেন ওকে ব্যাট করতে দেওয়া হয় না। কিন্তু তিনি আবার অনেক অজুহাত দিচ্ছিলেন। তাঁকে আমি বলি, 'অর্জুন একেবারে খাঁটি ব্যাটার। পুরো ওর বাবার মতো খেলে।' অর্জুন তারপর কিছুদিন আমার কাছে অনুশীলন করে। তার কিছুদিন পরই রনজিতে সেঞ্চুরি করে। যখন ও মুম্বই ইন্ডিয়ান্সে খেলত, আমি ম্যানেজমেন্টকে বলেছিলাম ওপরের দিকে খেলাতে। কিন্তু কেউ রাজি হয়নি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাবা কিংবদন্তি। ছেলেও ক্রিকেট খেলেন, তবে সেই উচ্চতায় উঠতে পারেননি।
  • শচীন-পুত্র অর্জুন তেণ্ডুলকর অবশ্য অলরাউন্ডার। মূলত মিডিয়াম পেসার।
  • ব্যাট করতে নামেন অনেক পরের দিকে। সেটা একেবারেই পছন্দ নয় যুবরাজ সিংয়ের বাবার।
Advertisement