সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুস্তাফিজুর রহমান ইস্যুতে ভারতের দিকেই আঙুল তুলল বাংলাদেশ বোর্ড! তাদের দাবি, বিসিসিআইয়ের অনুরোধেই মুস্তাফিজুরকে আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া হয়েছিল। তারকা পেসারকে আইপিএলে খেলতে না দিলে বাংলাদেশ বোর্ডের সেভাবে কিছু করার নেই, সেটাও মেনে নিয়েছে বিসিবি কর্তৃপক্ষ। উল্লেখ্য, ৯ কোটি ২০ লক্ষ টাকায় মুস্তাফিজুরকে কিনেছিল কেকেআর।
অতীতের মরশুমগুলোর দিকে তাকালে দেখা যাবে বাংলাদেশের কোনও প্লেয়ার পুরো আইপিএল খেলেননি। প্রতিবারই দেশের জার্সিতে ম্যাচ থাকার জন্য পুরো টুর্নামেন্টের জন্য কোনও ক্রিকেটারকে এনওসি দেয় না বিসিবি। এবারও আইপিএলের সময় নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত জানা যায়, টুর্নামেন্টে চলাকালীন মাত্র আটদিনের জন্য মুস্তাফিজুরকে (Mustafizur Rahman) যোগ দিতে হবে জাতীয় দলে। বাকি সময়টা তিনি কেকেআরে থাকবেন।
তবে বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় ক্ষিপ্ত ভারত। ওপার বাংলায় মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে দীপু দাসকে। এহেন পরিস্থিতিতে হিন্দুত্ববাদীরা প্রশ্ন তোলেন, সংখ্যালঘু হত্যার বিন্দুমাত্র প্রতিবাদ না করা মুস্তাফিজুরকে কেন ভারতে খেলতে দেওয়া হবে? প্রবল বিতর্কের পরে অবশেষে মুস্তাফিজুরকে এবারের আইপিএল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।
বিষয়টি বাংলাদেশ বোর্ডকে সরাসরি জানানো হয়নি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন বাংলাদেশি সংবাদপত্র প্রথম আলোকে বলেন, সরকারিভাবে জানতে পারলে প্রতিক্রিয়া দেবেন। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একাধিক কর্মকর্তার মতে, বিসিসিআইয়ের অনুরোধ মেনেই মুস্তাফিজুরকে দীর্ঘদিনের জন্য আইপিএল খেলার অনুমতি দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও এমন সিদ্ধান্তে বিসিবি কর্তারা বিস্মিত। তবে বাংলাদেশ বোর্ড কর্তারা মেনে নিয়েছেন, মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দিলেও তাঁদের বিশেষ কিছু করার থাকবে না। এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি ছিলেন মুস্তাফিজুরই। কিন্তু এবার তাঁর আইপিএল খেলা হচ্ছে না।
