সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওপারে মার খাচ্ছে হিন্দুরা। আর এপারে স্রেফ ক্রিকেট খেলে মোটা টাকা পকেটে পুরবে বাংলাদেশি! আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেনায় কেকেআর কর্ণধার শাহরুখ খানকে 'বেইমান' বলে দেগে দিলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। শুধু তাই নয়, বিজেপির ওই প্রভাবশালী নেতা ঘুরিয়ে কিং খানকে খুনের হুমকিও দিয়েছেন। তাঁর কথায় শাহরুখের বেঁচে থাকার কোনও অধিকার নেই।
মাশরাফি মূর্তাজা, শাকিব আল হাসান, লিটন দাসের পর এবার কেকেআরে মুস্তাফিজুর রহমান। ঐতিহাসিকভাবে কেকেআরে বাংলাদেশি তারকাদের ‘আশ্রয়স্থল’ হিসাবে উঠে এসেছে। এ বছর রেকর্ড মূল্যে বাংলাদেশের অন্যতম সেরা পেসারকে দলে নিয়েছে নাইটরা। কিন্তু আইপিএল নিলামের পর পরিস্থিতি বদলে গিয়েছে। ওপার বাংলায় মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। স্রেফ ধর্মাচরণের জন্য আক্রান্ত হতে হচ্ছে সংখ্যালঘুদের। যার জলজ্যান্ত উদাহরণ দীপু দাস হত্যাকাণ্ড। যা নিয়ে বাংলাদেশের গোটা ক্রিকেটমহল নীরব। যে মুস্তাফিজুর আইপিএলে মোটা টাকার বিনিময়ে খেলতে আসছেন, তিনি নিজেও গোটা হিন্দু হত্যাকাণ্ডে নীরব। একটা টুইট পর্যন্ত নেই! যা নিয়ে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীদের একাংশও।
মুস্তাফিজুরকে খেলানোয় প্রবল আপত্তি হিন্দুত্ববাদীদের। তাঁদের মধ্যে অন্যতম সঙ্গীত সোম। উত্তরপ্রদেশের প্রাক্তন সাংসদ বলছেন, "একদিকে বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে। আর একদিকে আইপিএলে মুস্তাফিজুর রহমানদের মোটা টাকায় কেনা হচ্ছে। ওই বেইমান অভিনেতা ৯ কোটি টাকা দিয়ে বাংলাদেশি ক্রিকেটার কিনেছে। এ দেশে বেইমানদের বেঁচে থাকার কোনও অধিকার নেই।" বিজেপি নেতা বলছেন, "এই দেশের মানুষই আপনাকে এই উচ্চতায় পৌঁছতে সাহায্য করেছে। কিন্তু আপনি এই দেশটার সঙ্গেই বেইমানি করলেন।" একই সঙ্গে বিজেপি নেতার হুঁশিয়ারি, মুস্তাফিজুরের মতো ক্রিকেটাররা বিমানবন্দরের বাইরে বেরোতে পারবেন না।
তবে একা সঙ্গীত সোম নন। কদিন আগে উজ্জয়নীর ঋণমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথও একপ্রকার হুমকির সুরে বলছেন, “ওই বাংলাদেশিকে যদি বিতরণ না করা হয়, তাহলে হিন্দুত্ববাদীরা স্টেডিয়ামে ঢুকে আইপিএল বানচাল করে দেবে।”
