shono
Advertisement
Champions Trophy

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে ক্ষোভ, 'ভারতকে গুঁড়িয়ে দিক নিউজিল্যান্ড', ফুঁসছেন প্রোটিয়া তারকা

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে সম্ভবত দক্ষিণ আফ্রিকাকে।
Published By: Anwesha AdhikaryPosted: 08:10 PM Mar 06, 2025Updated: 08:10 PM Mar 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেঞ্চুরি করেও ম্যাচ হাতছাড়া হয়েছে। কিন্তু যাদের কাছে হেরে ট্রফিজয়ের স্বপ্ন ভাঙল, ফাইনালে তাদেরই সমর্থন করবেন ডেভিড মিলার। কেন এমন সিদ্ধান্ত? প্রোটিয়া তারকার এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি।

Advertisement

মেগা টুর্নামেন্টের সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে একাধিক দল। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে সম্ভবত দক্ষিণ আফ্রিকাকে। কারণ সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে, সেটা নির্ধারিত হওয়ার আগে পর্যন্ত প্রোটিয়াদেরও দুবাই যেতে হয়েছিল। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই অবশ্য এই সিদ্ধান্ত। কিন্তু শেষ পর্যন্ত ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল হয়। দুবাই থেকে ফের লাহোর ফিরতে হয় প্রোটিয়াবাহিনীকে। মাত্র একদিনের মধ্যে যাতায়াতের জেরে ক্লান্ত হয়ে পড়েছিলেন ক্রিকেটাররা।

সেমিফাইনালে হারের পর এই ক্লান্তিকেই দায়ী করেছেন মিলার। তিনি নিজে সেঞ্চুরি করলেও শেষ পর্যন্ত জেতাতে পারেননি দক্ষিণ আফ্রিকাকে। ৫০ রানে সেমিফাইনাল জিতে নেয় নিউজিল্যান্ড। ম্যাচ হেরে বিধ্বস্ত মিলার বলেন, “হতে পারে মাত্র ১ ঘণ্টা ৪০ মিনিটের বিমানযাত্রা। কিন্তু সেটাও তো হওয়া উচিত নয়। ম্যাচের পরদিন সাতসকালে উঠে বিমান ধরতে হল। বিকেল চারটেয় দুবাই নামলাম। পরের দিন সকাল সাড়ে সাতটায় আবার বিমান ধরতে হল।"

সবমিলিয়ে, সূচি নিয়ে ক্ষুব্ধ মিলার। তাই সেমিফাইনালে হারলেও ফাইনালে কিউয়িদেরই সমর্থন করছেন প্রোটিয়া তারকা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানান, "সত্যি বলতে আমি চাই ফাইনালে নিউজিল্যান্ড জিতুক।" তবে ফাইনালে দুই দলের হাড্ডাহাড্ডি হবে বলে মনে করছেন মিলার। উল্লেখ্য, গতবছর টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। সম্ভবত সেটারও 'বদলা' নিতে চান মিলার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শেষ পর্যন্ত ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল হয়। দুবাই থেকে ফের লাহোর ফিরতে হয় প্রোটিয়াবাহিনীকে।
  • সেমিফাইনালে হারের পর এই ক্লান্তিকেই দায়ী করেছেন মিলার। তিনি নিজে সেঞ্চুরি করলেও শেষ পর্যন্ত জেতাতে পারেননি দক্ষিণ আফ্রিকাকে।
  • সূচি নিয়ে ক্ষুব্ধ মিলার। তাই সেমিফাইনালে হারলেও ফাইনালে কিউয়িদেরই সমর্থন করছেন প্রোটিয়া তারকা।
Advertisement