shono
Advertisement
Ben Stokes

ভীষ্মের প্রতিজ্ঞা! মুহূর্তের সিদ্ধান্তে মদ ছেড়ে ফিট স্টোকস, চূড়ান্ত সংযমে ভারতের বিরুদ্ধে টেস্টের প্রস্তুতি

তুঙ্গে স্টোকসের ভারতের বিরুদ্ধে টেস্টের প্রস্তুতি।
Published By: Arpan DasPosted: 06:48 PM May 19, 2025Updated: 07:03 PM May 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ছ'মাসের উপর ক্রিকেট মাঠের বাইরে তিনি। অথচ সামনেই ভারতের বিরুদ্ধে টেস্ট। চোট সারিয়ে তৈরি বেন স্টোকস। আর শুধু চোট সারানো নয়, ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বদল এনেছেন জীবনযাত্রাতেও। মদ্যপান ছেড়ে মাঠে নামার জন্য প্রস্তুত স্টোকস।

Advertisement

ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে ইংল্যান্ড। সেখানে নেতৃত্ব দেবেন স্টোকস। কিন্তু সাম্প্রতিক সময়ে চোট-আঘাতের সমস্যা বারবার ভুগিয়েছে তাঁকে। আর সেটা থেকে শিক্ষাও নিয়েছেন। টেস্ট কেরিয়ারকে দীর্ঘায়িত করতে একদিকে যেমন রিকভারি চালিয়েছেন, তেমনই মদ্যপান ছেড়েছেন তিনি।

সম্প্রতি একটি পডকাস্টে তিনি বলেন, "প্রথম চোটের পরই আমার মনে একটা খটকা জাগে। একদিন  নিজেকেই প্রশ্ন করেছিলাম, 'কীভাবে চোট পেলাম? চার-দিন আগে রাত্রে মদ্যপান করেছিলাম। সেটাই দায়ী?' কিন্তু কোনও উত্তর ছিল না।" সেখান থেকেই নিজের মধ্যে বদল আনতে শুরু করেন স্টোকস। পাঁচমাস আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। জিম্বাবোয়ের বিরুদ্ধে ইংল্যান্ড টেস্ট খেলবে ২২ মে থেকে।

কীভাবে এই পরিবর্তন এসেছে, সেটাও বলেছেন ৩৩ বছর বয়সি তারকা। তাঁর বক্তব্য, "তারপর থেকে নিজেকে বদলেছি। ২ জানুয়ারি পর থেকে মদ ছুয়েও দেখেননি। প্রতিজ্ঞা করি, যতদিন না ফিট হয়ে মাঠে না ফিরি, ততদিন মদ্যপান করবে না।" তবে পুরোপুরি মদ্যপান ছাড়তে নারাজ স্টোকস। কিন্তু এটাও স্বীকার করে নিচ্ছেন, যতদিন না ফের নিজের সেরা ফর্মে ফিরবেন, ততদিন মদ ছুঁয়ে দেখবেন না। আবার এটাও বলছেন, মদ্যপানের 'নেশা' আগের থেকে অনেকটাই কমে গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রায় ছ'মাসের উপর ক্রিকেট মাঠের বাইরে তিনি। অথচ সামনেই ভারতের বিরুদ্ধে টেস্ট।
  • চোট সারিয়ে তৈরি বেন স্টোকস।
  • আর শুধু চোট সারানো নয়, ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বদল এনেছেন জীবনযাত্রাতেও। মদ্যপান ছেড়ে মাঠে নামার জন্য প্রস্তুত স্টোকস।
Advertisement