সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধরমশালায় তৃতীয় টি-টোয়েন্টি খেলেননি জশপ্রীত বুমরাহ। যা নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠেছিল। জানা গিয়েছে, বুমরাহর পরিবারের ঘনিষ্ঠ একজন অসুস্থ। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সেই কারণে আচমকাই দল ছেড়েছেন বুমরাহ। চতুর্থ বা পঞ্চম টি-টোয়েন্টিতে তিনি খেলতে পারবেন কি না, সেটা এখনও জানা যায়নি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। এখনও সিরিজের দু’টি ম্যাচ বাকি। প্রথম ম্যাচে ১৭ রান দিয়ে ২ উইকেট পান বুমরাহ। মুল্লানপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৫ রান দিয়ে উইকেট পাননি। তৃতীয় টি-টোয়েন্টিতে টসের সময়ই অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে বুমরাহ খেলছেন না। পরে বিসিসিআইয়ের তরফ থেকেও সেটাই জানানো হয়।
তবে ব্যক্তিগত কারণটা তখনও জানানো হয়নি। জানা গিয়েছে, বুমরাহর পরিবারে একজন গুরুতর অসুস্থ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে বুমরাহকে থাকতেই হবে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে ভারতীয় পেসার মুম্বই ফিরে গিয়েছেন। অবশ্য কে অসুস্থ, তা জানানো হয়নি। চতুর্থ বা পঞ্চম টি-টোয়েন্টিতে তাঁর খেলাও নিশ্চিত নয়। বোর্ডের এক কর্তা বলেছেন, "যদি সব ঠিক চলে, তাহলে পরের দু'টি ম্যাচে ওকে পাওয়া যাবে। কিন্তু সবার আগে ওর পরিবারের সদস্যের সুস্থ হওয়ার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে।"
উল্লেখ্য, তৃতীয় টি-টোয়েন্টি খেলেননি অক্ষর প্যাটেলও। বাকি দু’টি ম্যাচে খেলতে পারবেন না তিনি। জ্বরের জন্য খেলতে পারবেন না। দলের সঙ্গে লখনউ গিয়েছিলেন তিনি। অসুস্থ হলেও দলের সঙ্গেই থাকবেন। তাঁর বদলে স্কোয়াডে ডাক পেয়েছেন শাহবাজ আহমেদ। বাংলার অলরাউন্ডার সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ভালো ছন্দে আছেন।
