সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ শামির কি ভারতীয় দলে প্রত্যাবর্তন হবে? নিজিল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণার আগে এই প্রশ্নটাও যেমন ছিল, তেমনই কৌতূহল ছিল ঋষভ পন্থকে নিয়েও। উৎসাহ ছিল মহম্মদ সিরাজকে নিয়েও। কিউয়িদের বিরুদ্ধে পন্থ নাকি ধ্রুব জুরেল, কাকে দেখা যাবে, তা নিয়ে দ্বিধাবিভক্ত ছিল ক্রিকেট মহল। শেষ পর্যন্ত শামিকে বাদ রেখেই ঘোষণা হল নিউজিল্যান্ড সিরিজের দল। তবে সেঞ্চুরির পরেও বাদ গেলেন রুতুরাজ। থাকলেন পন্থ। ফিরলেন সিরাজ।
ব্যাটিং স্লট নিয়ে খুব বেশি আলোচনার কিছু নেই। শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলিরা থাকছেন। রয়েছেন যশস্বী। ১৫ স্কোয়াডে সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার। তবে তাঁর দলে থাকার বিষয়টি নির্ভর করছে ফিটনেসের উপর। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সের ছাড়পত্র পেলেই কিউয়িদের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। তবে চোট থেকে ফিরে এখনও পর্যন্ত কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি শ্রেয়স। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভয়ানক চোট পেয়েছিলেন। মনে করা হয়েছিল অন্তত তিনমাস সময় লাগবে মাঠে ফিরতে। কিন্তু দু’মাসের মধ্যেই ফিট হয়ে গিয়েছেন। সব ঠিক থাকলে ৬ জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে নামতে চলেছেন তিনি। মনে করা হচ্ছে, তার আগে ফিট সার্টিফিকেট পেয়ে যাবেন শ্রেয়স।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত অক্টোবরে শেষ ওয়ানডে খেলেছিলেন সিরাজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তাঁকে রাখা হয়নি। তবে জশপ্রীত বুমরাকে ওয়ানডে’তে বিশ্রাম দেওয়ায় নিউজিল্যান্ডের রিরুদ্ধে জায়গা পেয়েছেন তিনি। দলে রয়েছেন অর্শদীপ সিং আর হর্ষিত রানা। প্রশ্ন ছিল, তিন নম্বর পেসার হিসাবে কাকে রাখা হবে? দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রসিদ্ধ কৃষ্ণ ছিলেন। কিন্তু কর্নাটকের পেসারের পারফরম্যান্স আহামরি ছিল না। সেই কারণেই শামির প্রত্যাবর্তনের একটা রাস্তা তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত কৃষ্ণের উপরেই আস্থা রাখল টিম ম্যানেজমেন্ট। বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ছন্দে ছিলেন বাংলার পেসার। কিন্তু আগরকরদের কাছে 'ব্রাত্য'ই রয়ে গেলেন তিনি।
সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে রুতুরাজকে বাদ দেওয়া নিয়ে। দু'বছর পর জাতীয় দলে ডাক পেয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রায়পুরের ওয়ানডে'তে ৮৩ বলে ১০৫ রান করেছিলেন তিনি। সেই রুতুরাজই বাদ। সেঞ্চুরিও কি জাতীয় দলের নির্বাচকদের মন ভরাতে পারেনি? উঠছে প্রশ্ন। মনে করা হচ্ছে, ইডেনে চোট পাওয়ার পর ক্যাপ্টেন গিল দলে ফেরায় নির্বাচকরা একপ্রকার বাধ্য হয়েই রুতুরাজকে বাদ দেওয়ার পথে হাঁটতে বাধ্য হয়েছেন।
সুযোগ পাননি হার্দিক পাণ্ডিয়া। কেন বাদ তিনি? বিসিসিআই বলছে, এখনও পর্যন্ত ১০ ওভার বোলিং করার মতো অবস্থায় নেই তারকা অলরাউন্ডার। সেই কারণেই নেওয়া হয়নি তাঁকে। অলরাউন্ডার হিসাবে নির্বাচকদের ভরসা জিতে নিয়েছেন নীতীশ রেড্ডি। এদিকে, বিজয় হাজারে ট্রফিতে দেবদত্ত পড়িক্কল, ঈশান কিষান-সহ বেশ কিছু ক্রিকেটার অনবদ্য ছন্দে ছিলেন। যদিও দল নিয়ে খুব একটা পরীক্ষানিরীক্ষার পথে হাঁটেননি অজিত আগরকররা। উল্লেখ্য, ১১ জানুয়ারি থেকে শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ভারতীয় দল
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার*, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।
