shono
Advertisement
India-Bangladesh

মুস্তাফিজুরকে বাদ দেওয়ার পর স্থগিত রোহিতদের বাংলাদেশ সফরও! বড় সিদ্ধান্ত বোর্ডের

বাংলাদেশের বিরুদ্ধেও পাকিস্তানের মতো নীতি নিতে চাইছে ভারতীয় বোর্ড।
Published By: Subhajit MandalPosted: 03:34 PM Jan 03, 2026Updated: 07:12 PM Jan 03, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্রেফ আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দেওয়া নয়। বাংলাদেশের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ বিসিসিআইয়ের। সূত্রের দাবি, চলতি বছর ভারতীয় দলের যে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল, সেটাও এবার স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। যদিও বিসিসিআই বলছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারত সরকারই। তবে শোনা যাচ্ছে, রোহিতদের যে বাংলাদেশে পাঠানো হবে না সেটা একপ্রকার নিশ্চিত।

Advertisement

গত বছর জুলাই মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতের। কিন্তু সেই সফরে আর যায়নি টিম ইন্ডিয়া। বাংলাদেশের অশান্ত রাজনৈতিক পরিস্থিতি এবং সে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন শাসকদের তীব্র ভারত-বিরোধিতা যার নেপথ্যে একটা বড়সড় ভূমিকা রেখেছিল বলে মনে করা হয়। বাংলাদেশ বোর্ড আবার সেই বাতিল সিরিজ নতুন করে আয়োজনের স্বপ্ন দেখছিল। শুক্রবার তাঁরা ঘোষণা করে দেয় যে, আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশ তিনটে ওয়ানডে এবং তিনটে টি-টোয়েন্টি খেলবে ভারতের বিরুদ্ধে।

কিন্তু ভারতীয় দল কি আদৌ খেলতে যাবে? বিসিবি সূচি ঘোষণা করে দিলেও প্রশ্নটা ছিলই। সেই প্রশ্নচিহ্ন আরও জোরাল হয় বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছাঁটাই করে দেওয়ার পরও। বোর্ড সূত্রের খবর, এরপর রোহিত-বিরাটরা আদৌ বাংলাদেশে যাবেন কিনা, সেটা নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়েছে। বিসিসিআই বাংলাদেশে যাওয়ার আগে ভারত সরকারের অনুমতি চাইবে। যদি সরকার পরিস্থিতি বুঝে অনুমতি দেয়, তবেই ওই সফর হবে। তবে আপাতত যা পরিস্থিতি আগামী দিনে বিরাট রাজনৈতিক পটপরিবর্তন না হলে, ভারত বাংলাদেশে খেলতে যাবে না।

বস্তুত বিসিসিআই এই মুহূর্তে পাকিস্তান আর বাংলাদেশকে আলাদা করে দেখছে না। ভারতীয় বোর্ড পাকিস্তানের সঙ্গে আইসিসি বা বহুদেশীয় টুর্নামেন্ট ছাড়া খেলে না। বাংলাদেশের সঙ্গেও তেমনই নীতি নেওয়া হবে। কোনও দ্বিপাক্ষিক সিরিজ এখনই খেলা হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সঙ্গে ভারত সরকার এখনও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেনি। বরং এখনও সে দেশের সঙ্গে আলাপ আলোচনার পক্ষেই সরকার, সেখানে এখনই ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা কতটা যুক্তিযুক্ত?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্রেফ আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দেওয়া নয়।
  • বাংলাদেশের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ বিসিসিআইয়ের।
  • সূত্রের দাবি, চলতি বছর ভারতীয় দলের যে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল, সেটাও এবার স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড।
Advertisement