সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে গুরুতর চোট পেয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer Injury Update)। দ্রুত তাঁকে সিডনির হাসপাতালে ভর্তি করা হয়। চোটের জায়গায় রক্তক্ষরণের জন্য আইসিইউ'তে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, তাঁর পরিবারকে অতি তৎপরতায় অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে। সেই সঙ্গে বিসিসিআইয়ের থেকেও শ্রেয়সের শারীরিক অবস্থার কথা জানানো হয়েছে।
সিডনির তৃতীয় ওয়ানডে’তে অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৪তম ওভারে চোটের কবলে পড়েছিলেন শ্রেয়স। শর্ট থার্ডম্যান অঞ্চল থেকে পিছনের দিকে দৌড়ে ক্যাচ ধরতে গিয়ে কোমর আছড়ে বেকায়দায় পড়ে যান শ্রেয়স। মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছিল, যন্ত্রণাবিদ্ধ তিনি। ফিজিও কমলেশ জৈনের সাহায্যে কোনওরকম উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে মাঠ ছাড়েন। পরে সংবাদ সংস্থা পিটিআই'কে এক সূত্র জানান, "গত কয়েক দিন ধরে আইসিইউ’তেই রয়েছেন শ্রেয়স। রিপোর্টে দেখা গিয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে না গেলে পরিস্থিতি মারাত্মক হতে পারত।"
জানা গিয়েছে, শ্রেয়সের পরিবারকে দ্রুত অস্ট্রেলিয়ায় উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা মুম্বইকর ক্রিকেটারের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বোর্ডের তরফ থেকে পরিবারের জন্য ভিসার বন্দোবস্ত করা হচ্ছে। সম্ভবত শ্রেয়সের বোন সিডনি যাচ্ছেন, তাঁর সঙ্গে পরিবারের আরেকজন যেতে পারেন। বোর্ডের এক সূত্র বলেছেন, "শ্রেয়সের বোনের সব কাগজপত্র তৈরি করা হচ্ছে। তবে এখনও জানা যায়নি সঙ্গে আর কে যাবেন?"
এর মধ্যে বোর্ডের তরফ থেকে শ্রেয়সের স্বাস্থ্যের খবর জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে, 'সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় শ্রেয়স আইয়ারের বাঁদিকের পাঁজরের নীচের অংশে আঘাত লাগে। আরও পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্ক্যানে প্লীহায় আঘাতের প্রমাণ পাওয়া গিয়েছে। তিনি চিকিৎসাধীন ও স্থিতিশীল অবস্থায় আছেন।'
