shono
Advertisement
IPL 2025

৩ হাজার ১৭০ কোটি! সর্বকালের রেকর্ড গড়ল কোহলিদের ট্রফিজয়ের ফাইনাল

প্রথম টি-২০ ম্যাচ হিসাবে নজির আইপিএল ফাইনালের।
Published By: Anwesha AdhikaryPosted: 07:33 PM Jun 19, 2025Updated: 07:33 PM Jun 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার আইপিএল জিতেছে আরসিবি। টানটান ফাইনাল ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবার সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন বিরাট কোহলিরা। আর সেই মুহূর্তের সাক্ষী থেকেছেন গোটা দুনিয়ার অসংখ্য ক্রিকেটপ্রেমী। সেকারণেই দর্শকসংখ্যার নিরিখে গোটা বিশ্বে রেকর্ড গড়েছে ২০২৫ আইপিএল ফাইনাল।

Advertisement

২০২৫ আইপিএল সম্প্রচারের দায়িত্বে ছিল জিও হটস্টার। তাদের তরফে জানানো হয়েছে, ৩১.৭ বিলিয়ন মিনিট দেখা হয়েছে এবারের আইপিএলের ফাইনাল ম্যাচ। টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম-দুটো মিলিয়েই এই পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। অর্থাৎ ৩ হাজার ১৭০ কোটি মিনিট ধরে আইপিএল ফাইনালে বুঁদ হয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। বিশ্বের আর কোনও টি-২০ ম্যাচই এতক্ষণ ধরে দেখা হয়নি। সর্বোচ্চ সময় ধরে দর্শক টেনে রাখার ক্ষেত্রে নজির গড়ল আইপিএল ফাইনাল।

টিভির পরিসংখ্যান অনুযায়ী, ১.৫ হাজার কোটি মিনিট ধরে আইপিএল ফাইনাল দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। ১৬.৯ কোটি মানুষ টিভিতে আইপিএল ফাইনাল দেখেছেন-যেকোনও টি-২০ ম্যাচের ক্ষেত্রে এটা নতুন নজির। জিও হটস্টারে ৮৯.২ কোটি মানুষ আইপিএল ফাইনাল দেখেছেন। সবমিলিয়ে মোট ১.৬ হাজার কোটি মিনিট ধরে অনলাইন প্ল্যাটফর্মে আইপিএল ফাইনাল দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। এছাড়াও এবারের আইপিএল দেখা হয়েছে মোট ৮৪ হাজার কোটি মিনিট ধরে, যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ।

উল্লেখ্য, এবারের আইপিএল ফাইনালই টি-২০ ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে দামি ম্যাচ। সূত্রের খবর, স্রেফ একটা ম্যাচ থেকেই ১৮৫ কোটি টাকা রোজগার হয়েছে। এর মধ্যে ২৫-৩০ কোটি টাকা রোজগার টিকিট বিক্রি করে। এই ম্যাচে কমবেশি ১০০-১২৫ কোটি টাকার শুধু বিজ্ঞাপন উঠেছে। এর আগে আর কোনও লিগে আর কোনও টি-২০ ম্যাচে এত টাকা একটি ম্যাচে ওঠেনি। আয়ের পর এবার দর্শকের নিরিখেও নতুন রেকর্ড গড়ল ২০২৫ আইপিএল ফাইনাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৫ আইপিএল সম্প্রচারের দায়িত্বে ছিল জিও হটস্টার।
  • ১.৫ হাজার কোটি মিনিট ধরে আইপিএল ফাইনাল দেখেছেন ক্রিকেটপ্রেমীরা।
  • এবারের আইপিএল ফাইনালই টি-২০ ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে দামি ম্যাচ।
Advertisement