shono
Advertisement
IPL 2025

'চ্যাম্পিয়ন না হলে ডিভোর্স দেব', স্টেডিয়ামে পোস্টার নিয়ে হাজির মহিলা আরসিবি ভক্ত

দর্শকাসনে ভাইরাল হন ওই মহিলা।
Published By: Prasenjit DuttaPosted: 04:47 PM May 30, 2025Updated: 04:47 PM May 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমর্থকরাই কোনও দলের হৃৎপিণ্ড। তাঁরাই দলের সুখ-দুঃখের সাথী। তাঁদের চিৎকারে ক্রিকেটাররা উজ্জীবিত হয়ে মাঠে নামেন। তেমনই এক সমর্থকের পরিচয় পাওয়া গেল মুলানপুরে, প্রথম প্লে অফ ম্যাচে।

Advertisement

বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস। দু'টো দলই একবারও আইপিএল জেতেনি। ২০১৬ সালের পর ফাইনালে ওঠা চ্যালেঞ্জ ছিল আরসিবি'র সামনে। এই পরিস্থিতিতে দুর্দান্ত ক্রিকেট উপহার দেয় গোটা আরসিবি দল। পাঞ্জাবকে ৮ উইকেটে পর্যুদস্ত করে অষ্টাদশ আইপিএলে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে বেঙ্গালুরু। এমন একটি ম্যাচের দর্শকাসনে ভাইরাল হন এক মহিলা।

ওই মহিলার হাতে থাকা প্ল্যাকার্ডে হিন্দিতে লেখা ছিল, 'আরসিবি চ্যাম্পিয়ন না হলে স্বামীকে ডিভোর্স দেব।' প্রসঙ্গত, ২০০৯ এবং ২০১১ সালেও আইপিএল ফাইনালে ওঠে আরসিবি। যদিও শেষরক্ষা হয়নি। প্রত্যেকবারই তীরে এসে তরী ডোবে বেঙ্গালুরুর। সেই কারণে দক্ষিণী দলের সমর্থকরা মনেপ্রাণে চাইছেন শিরোপা জয়ের স্বাদ পেতে। ভাইরাল হওয়া ওই 'অতি উৎসাহী' মহিলাও আরসিবি'কে কাপ হাতে দেখতে চান।

তাঁর হাতে এমন প্ল্যাকার্ড দেখে নেটিজেনরা রীতিমতো হেসে গড়াগড়ি খাচ্ছেন। ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরনে লাল শাড়ি। আর হলুদ পোস্টারে লেখা ওই কথাগুলি। যা দেখে এক নেটিজেন লিখছেন, 'আরসিবি চ্যাম্পিয়ন হোক বা না হোক, আপনার ডিভোর্স হবেই।' যদিও অনেকেই আবার বলেছেন, এটা তাঁর কথার কথা। আসলে এসবই আরসিবি'র প্রতি ভালোবাসার প্রকাশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সমর্থকরাই কোনও দলের হৃৎপিণ্ড। তাঁরাই দলের সুখ-দুঃখের সাথী।
  • তাঁদের চিৎকারে ক্রিকেটাররা উজ্জীবিত হয়ে মাঠে নামেন।
  • তেমনই এক সমর্থকের পরিচয় পাওয়া গেল মুলানপুরে, প্রথম প্লে অফ ম্যাচে।
Advertisement