shono
Advertisement
KKR

নায়ারের প্রত্যাবর্তনে আপ্লুত নাইট শিবির, ধোঁয়াশা রইল গুজরাটের বিরুদ্ধে প্রথম একাদশ নিয়ে

'গতবার আইপিএল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অভিষেকের', বক্তব্য কেকেআরের বোলিং কোচের।
Published By: Arpan DasPosted: 08:34 PM Apr 20, 2025Updated: 08:34 PM Apr 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি যেতেই নতুন চাকরি। জাতীয় দলের চাকরি যাওয়ার পরই অভিষেক নায়ারকে সাদরে গ্রহণ করেছে কেকেআর। গতবার যে দলের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। আর নায়ারের প্রত্যাবর্তনে আপ্লুত নাইট শিবির। গুজরাটের বিরুদ্ধে মহারণে নামার আগে কেকেআরের বোলিং কোচ কার্ল ক্রো জানিয়ে গেলেন, নায়ার ফিরে আসায় দলের 'মঙ্গল'ই হবে।

Advertisement

গতবার আইপিএল জয়ী দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন নায়ার। পরে গম্ভীরের সঙ্গে যোগ দেন জাতীয় দলে। কিন্তু সদ্য চাকরি গিয়েছে তাঁর। তারপরই ফিরে এসেছেন কেকেআরের কোচিং দলে। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নাইটদের। প্লে অফের লড়াইয়ে শক্তপোক্ত জায়গা বজায় রাখতে সোমবার গুজরাটকে হারাতেই হবে।

এই পরিস্থিতিতে নাইট রাইডার্সের বোলিং কোচ বলেন, "অভিষেক দীর্ঘদিন আমাদের সঙ্গে ছিল। প্লেয়ারদের মধ্যেও ও খুব জনপ্রিয়। প্রয়োজন পড়লেই তারা ওর সঙ্গে কথা বলে। ফলে অভিষেকের প্রত্যাবর্তন নিঃসন্দেহে আমাদের জন্য ইতিবাচক একটা ব্যাপার। প্লেয়াররাও নিশ্চিতভাবে ওর সমর্থন পাবে।" সেই সঙ্গে কার্ল ক্রোর সংযোজন, "গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেখানে ওর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অভিষেকের ফিরে আশা আমাদের জন্য বিরাট প্রাপ্তি।"

এ তো গেল কোচের কথা। কিন্তু গুজরাটের বিরুদ্ধে কোন দল খেলবে? মইন আলি ফিরবেন? এর মধ্যে গুঞ্জন রয়েছে বৈভব অরোরার চোট নিয়েও। সুযোগ পাবেন রোভম্যান পাওয়েল? সেটা অবশ্য খোলসা করলেন না কার্ল। তিনি বলেন, "ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে সেটা আমি একেবারেই ফাঁস করব না। এটুকু বলতে পারি, আমাদের দল অসাধারণ। সকলেই খুব পরিশ্রম করছে। ম্যানেজমেন্ট এটুকু ভরসা রাখে, যেই নামুক না কেন, সে সেরাটা দেবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জাতীয় দলের চাকরি যাওয়ার পরই অভিষেক নায়ারকে সাদরে গ্রহণ করেছে কেকেআর।
  • গতবার যে দলের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। আর নায়ারের প্রত্যাবর্তনে আপ্লুত নাইট শিবির।
  • গুজরাটের বিরুদ্ধে মহারণে নামার আগে কেকেআরের বোলিং কোচ কার্ল ক্রো জানিয়ে গেলেন, নায়ার ফিরে আসায় দলের 'মঙ্গল'ই হবে।
Advertisement