সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা ম্যাচ জয় তো পরের ম্যাচেই হার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরের ছবিটা অনেকটা এমনই। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫ উইকেটে হেরে গিয়েছে আরসিবি। যদিও 'হারা ম্যাচে'ও অসাধারণ এক মাইলফলক গড়েছেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার। এক্ষেত্রে তিনি শচীন তেণ্ডুলকরকেও পিছনে ফেলেছেন। অন্যদিকে, রেকর্ড গড়েছেন পাঞ্জাব পেসার অর্শদীপ সিংও।
আইপিএলের ৩০ ইনিংসে ১০০০ রান পূর্ণ করে 'লিটল মাস্টার'কে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন পাতিদার। যেখানে হাজারে পৌঁছতে শচীন নিয়েছিলেন ৩১ ইনিংস। রুতুরাজ গায়কোয়াড়ও ৩১ ইনিংসে হাজারের মাইলস্টোন পূর্ণ করেছিলেন। এরপর রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের তিলক বর্মা। তিনি ৩৩ ইনিংসে হাজারের মাইলফলকে পৌঁছেছিলেন। তালিকায় সবার উপরে গুজরাট টাইটান্সের ওপেনার সাই সুদর্শন। ২৫ ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন তিনি।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচের তৃতীয় ওভারে এই কীর্তি গড়েন পাতিদার। অর্শদীপ সিংয়ের বলে দ্রুত শর্ট রান নিয়ে হাজার পূর্ণ করেন তিনি। বিরাট কোহলি এবং দেবদূত পাড়িক্কলের পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আরসিবি'র হয়ে হাজারের বেশি রান করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। সব মিলিয়ে ৩৪ ম্যাচে ১০০৮ রান করেছেন তিনি। রয়েছে একটি সেঞ্চুরি-সহ ৯টি অর্ধশতক। স্ট্রাইক রেট ১৫৮.৪৯।
অন্যদিকে, রেকর্ড গড়েছেন অর্শদীপ সিংও। তিনিই এখন পাঞ্জাব কিংসের সর্বোচ্চ উইকেট শিকারী। এখন পর্যন্ত তাঁর উইকেট সংখ্যা ৮৬। এক্ষেত্রে পীযূষ চাওলাকে পিছনে ফেলেছেন তিনি। তাঁর নামের পাশে ৮৪ উইকেট। এরপর রয়েছেন সন্দীপ শর্মা (৭৩ উইকেট), অক্ষর প্যাটেল (৬১ উইকেট) এবং মহম্মদ শামি (৫৮ উইকেট)-র মতো বোলাররা।
