shono
Advertisement
Vaibhav Suryavanshi

বৈভবে মুগ্ধ মহারাজও, ইডেনে দেখা করে 'বিস্ময় প্রতিভা'কে পরামর্শ প্রাক্তন ভারত অধিনায়কের

বৈভবকে কী বলেছেন সৌরভ?
Published By: Prasenjit DuttaPosted: 10:15 AM May 05, 2025Updated: 10:18 AM May 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থান রয়্যালস ম্যাচে ১ রানে জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও রবিবার রান পায়নি ১৪ বছরের 'বিস্ময় প্রতিভা' বৈভব সূর্যবংশী। ২ বলে মাত্র ৪ রান করে ডাগআউটে ফিরে যেতে হয়েছিল তাকে। তবে এই বৈভবকে দেখে মুগ্ধ আট থেকে আশি। তার সাহসী ব্যাটিং মোহিত করেছে ক্রিকেট মহলকে। সেই তালিকায় যোগ সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। রবিবার ম্যাচের পর বিহারের এই ক্রিকেটারের সঙ্গে দেখা করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। 

Advertisement

কেবল দেখা করাই নয়, বৈভবকে বেশ কিছু পরামর্শ দিতেও দেখা গিয়েছে। বৈভবকে কী বলেছেন মহারাজ? সৌরভ বলেছেন, "তোমার খেলা দেখেছি। যেভাবে ভয়ডরহীন ক্রিকেট খেলো, সেভাবেই খেলতে থাকো। খেলা পরিবর্তন করার দরকার নেই।" বৈভবকে স্ট্যান্সও দেখিয়ে দিয়েছেন সৌরভ।

তাছাড়াও বৈভবের থেকে তার ব্যাট হাতে নিয়ে দেখেন সৌরভ। তারপর 'দাদা'র উপলব্ধি, "বেশ ভারী ব্যাট নিয়ে খেলে বৈভব। ওর হাতে বেশ ভালো পাওয়ার রয়েছে। কেকেআর ম্যাচে রান না পেলেও বৈভব কিন্তু খুবই ভালো ক্রিকেটার।"

আইপিএলে এত কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড আর কারওর নেই। ইউসুফ পাঠানকে টপকে আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরান করেছে বিহারের এই ক্রিকেটার। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সাহসী সেঞ্চুরি তো এখনও চর্চার বিষয় । এহেন বৈভবকে খেলানোর পিছনে রাজস্থান কোচ রাহুল দ্রাবিড়ের ভূমিকা অনেকটাই। সেই বিস্ময় প্রতিভা এবার প্রশংসা পেলেন সৌরভের কাছ থেকে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে তাঁকে ভারতীয় দলে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৈভবের সাহসী ব্যাটিং মোহিত করেছে ক্রিকেট মহলকে।
  • সেই তালিকায় যোগ সৌরভ গঙ্গোপাধ্যায়েরও।
  • রবিবার ম্যাচের পর বিহারের এই ক্রিকেটারের সঙ্গে দেখা করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। 
Advertisement