shono
Advertisement
IPL 2025

এক মরশুমে সবচেয়ে বেশিবার ২০০, নজির গড়ল এবারের আইপিএল

কোন দল সবচেয়ে বেশিবার দু'শোর অধিক রান করে শীর্ষে?
Published By: Prasenjit DuttaPosted: 09:41 AM May 24, 2025Updated: 12:23 PM May 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেক আগেই প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। যদিও শেষ লগ্নে দারুণ ক্রিকেট উপহার দিচ্ছে তারা। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪২ রানে হারিয়ে দিয়েছে সানরাইজার্স। আগেই প্লে অফে পৌঁছে যাওয়া আরসিবি ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২৩১ রানের পাহাড় গড়ে তোলে ঈশান কিষানরা। হায়দরাবাদের ইনিংস ২০০ পেরতেই বিরল এক নজির তৈরি হল এবারের আইপিএলে।

Advertisement

কী সেই নজির? আইপিএলে'র ইতিহাসে এক মরশুমে সবচেয়ে বেশিবার ২০০-র অধিক রানের রেকর্ড হল এবার। চলতি মরশুমে ২০০+ রান উঠল ৪২ ইনিংসে। গত মরশুমে ৪১ ইনিংসে ২০০-র বেশি রান উঠেছিল। ২০২৩-এ ৩৭ ইনিংস, ২০২২ সালে ১৮ ইনিংসে ২০০-র অধিক রান হয়। আর এবার সমস্ত নজির ছাপিয়ে গিয়েছে।

চলতি আইপিএলে গুজরাট টাইটান্স ৭ বার ২০০'র বেশি রান করে শীর্ষে রয়েছে। এরপর রয়েছে পাঞ্জাব কিংস (৬), লখনউ সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালস (৫), কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স (৪), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (৩), দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস (২)।

উল্লেখ্য, ৪৮ বলে ঈশানের অপরাজিত ৯৪ রানের ইনিংসে ভর করে ২৩১ রান তোলে হায়দরাবাদ। জবাবে ১৮৯ রানে শেষ হয়ে যায় আরসিবির প্রতিরোধ। পরাজয়ের পর পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নেমে গিয়েছে বেঙ্গালুরু। যদিও এই ম্যাচে হায়দরাবাদের ইনিংসের পর রেকর্ড বুকে নাম তুলেছে এবারের আইপিএল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএলে'র ইতিহাসে এক মরশুমে সবচেয়ে বেশিবার ২০০'র অধিক রানের রেকর্ড হল এবার।
  • চলতি মরশুমে ২০০+ রান উঠল ৪২ ইনিংসে।
  • গত মরশুমে ৪১ ইনিংসে ২০০'র বেশি রান উঠেছিল।
Advertisement