shono
Advertisement
IPL 2025

প্রথম দুইয়ে ওঠার হাতছানি বিরাট-রোহিতের সামনে, অঙ্কের হিসাবে এগিয়ে কে?

সোমবার সন্ধ্যায় মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব-মুম্বই।
Published By: Prasenjit DuttaPosted: 01:05 PM May 26, 2025Updated: 01:05 PM May 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের আইপিএলের প্লে অফে কোন চার দল খেলবে, তা নির্ধারিত হয়ে গিয়েছে আগেই। তবে পয়েন্ট টেবিলের দিকে তাকালে বোঝা যাবে, এই চারটি দলই প্রথম দুইয়ে থাকার লড়াইয়ে রয়েছে। যদিও রবিবার সিএসকে ম্যাচে হেরে গিয়ে গুজরাট টাইটান্সের ক্ষেত্রে শীর্ষ দুইয়ে থাকার লড়াই অনেকটাই কঠিন হয়েছে। কারণ পাঞ্জাব আর বেঙ্গালুরু একটা করে ম্যাচ জিতলেই প্রথম দুইয়ে পৌঁছে যাবে তারা। এমন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব-মুম্বই।

Advertisement

পাঞ্জাব কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স, দুই দলই দুইয়ে থাকার লড়াইয়ে মাঠে নামবে। এই মুহূর্তে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে, পাঞ্জাব কিংসের পয়েন্ট ১৩ ম্যাচে ১৭। মুম্বই জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৮। পাঞ্জাব জিতলে ১৯। সেক্ষেত্রে দুই দলের কাছেই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। পাঞ্জাব যদি মুম্বইয়ের কাছে হেরে যায়, তাহলে তারা তৃতীয় অথবা চতুর্থ স্থানে নেমে যাবে।

দিল্লি ক্যাপিটালসের কাছে পাঞ্জাব হেরে যাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে গিয়েছে। প্রথম দুইয়ে থাকতে হলে শ্রেয়স আইয়ারদের মুম্বইকে হারাতেই হবে। তৃতীয় স্থানে থাকা রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্ট এখন ১৩ ম্যাচে ১৭। বিরাট কোহলিরা যদি মঙ্গলবার শেষ ম্যাচে জিতে যান, তাহলে পয়েন্ট দাঁড়াবে ১৯। সেক্ষেত্রে আরসিবির সামনেও রয়েছে প্রথম দুইয়ে ঢুকে পড়ার।

গুজরাত টাইটান্স ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও তারা কতটা শীর্ষস্থান ধরে রাখতে পারবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ পাঞ্জাব কিংস মুম্বইকে হারিয়ে দিলে তারা শীর্ষে চলে যাবে। আবার মঙ্গলবার আরসিবি যদি লখনউকে হারিয়ে দেয় সেক্ষেত্রেও তাদের পয়েন্ট হবে ১৯। রানরেটের বিচারে তখন বোঝা যাবে কোন দল শীর্ষে থেকে প্লে অফে নামবে। তবে, এখন যা পরিস্থিতি তাতে গুজরাট, পাঞ্জাব, বেঙ্গালুরু কিংবা মুম্বই যে কোনও দলই প্রথম দুইয়ে থাকতে পারে। অন্তত পয়েন্ট টেবিল তাই বলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবারের আইপিএলের প্লে অফে কোন চার দল খেলবে, তা নির্ধারিত হয়ে গিয়েছে আগেই।
  • তবে পয়েন্ট টেবিলের দিকে তাকালে বোঝা যাবে, এই চারটি দলই প্রথম দুইয়ে থাকার লড়াইয়ে রয়েছে।
  • যদিও রবিবার সিএসকে ম্যাচে হেরে গিয়ে গুজরাট টাইটান্সের ক্ষেত্রে শীর্ষ দুইয়ে থাকার লড়াই অনেকটাই কঠিন হয়েছে।
Advertisement