shono
Advertisement
Jasprit Bumrah

রোহিত-হার্দিক ক্যাপ্টেন্সির দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন বুমরাহ, কী বললেন তিনি?

বিশ্বজয়ের পরে সেই বিতর্কিত অধ্যায়ে আলো ফেললেন বুমরাহ।
Published By: Krishanu MazumderPosted: 04:51 PM Jul 26, 2024Updated: 07:35 PM Jul 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবার আইপিএলে বিতর্কে বিদ্ধ থেকেছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হওয়ার পর থেকেই সমর্থকদের ট্রোলিংয়ের শিকার হন এই ভারতীয় অলরাউন্ডার। রোহিত শর্মার হাত থেকে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড উঠেছিল হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) হাতে। মুম্বই ইন্ডিয়ান্সের পেসার জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন।
কঠিন সময়ে দল হার্দিক পাণ্ডিয়ার পাশে দাঁড়াচ্ছে বলে জানান বুম বুম বুমরাহ। তিনি বলেন, ''আমরা জানি, সমর্থকদের মতো খেলোয়াড়রাও আবেগপ্রবণ হয়ে পড়েন। তোমার দলের সমর্থকরাই তোমাকে নিয়ে ভালো কথা বলছে না। এটা মেনে নেওয়া কঠিন। মানুষের মুখ তো বন্ধ করা যাবে না? ওরা চিৎকার করবেই। আর তা শুনতে হবে।''

Advertisement

[আরও পড়ুন: ‘প্যারিসেই ভারত সর্বোচ্চ পদক পাবে’, আশাবাদী অভিনব বিন্দ্রা]


গোটা আইপিএলে বিতর্ক তাড়া করে বেরিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। হার্দিক পাণ্ডিয়ার দিকে উড়ে এসেছে সমালোচনা। নিন্দুকদের নখ দাঁতে ক্ষতবিক্ষত হয়েছেন। বুমরাহ বলেছেন, ''দল হিসেবে আমরা মোটেও এই ধরনের বিষয়কে সমর্থন করি না। দলের প্রত্যেকে হার্দিকের পাশে রয়েছে। কিছু বিষয় থাকে যা নিয়ন্ত্রণের বাইরে। তবে বিশ্বজয়ের পরই সব ব্যাপারটা বদলে গিয়েছে।''
আইপিএলে ব্যর্থ হয়েছেন হার্দিক পাণ্ডিয়া। কিন্তু বিশ্বকাপে ভারতের জয়ের পিছনে পাণ্ডিয়ার ভূমিকা রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালের শেষ ওভার করেছিলেন হার্দিক পাণ্ডিয়া। বুমরাহ বলেছেন, ''দল হিসেবে আমরা কোনও নির্দিষ্ট ব্যক্তিকে একলা ছেড়ে দিতে পারি না। আমরা প্রত্যেকের পাশে রয়েছি। হার্দিকের সঙ্গে আমি অনেক ম্যাচ খেলেছি। আমরা ঐক্যবদ্ধ, যদি সাহায্যের দরকার পড়ে, তাহলে আমরা সবাই ওর পাশে রয়েছি।''

[আরও পড়ুন: পাত্তাই পেল না বাংলাদেশ, জাহানারাদের উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের মেয়েরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গতবার আইপিএলে বিতর্কে বিদ্ধ থেকেছে মুম্বই ইন্ডিয়ান্স।
  • মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হওয়ার পর থেকেই সমর্থকদের ট্রোলিংয়ের শিকার হন এই ভারতীয় অলরাউন্ডার।
  • মুম্বই ইন্ডিয়ান্সের পেসার জশপ্রীত বুমরাহ সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন।
Advertisement