রাজর্ষি গঙ্গোপাধ্যায়: পরের মরশুম থেকে আর সোনালি-বেগুনি জার্সিতে দেখা যাবে না রাসেলম্যানিয়া? দশ বছর কাটানোর পর নাইট শিবিরকে বিদায় জানাবেন আন্দ্রে রাসেল? সেরকমটাই শোনা যাচ্ছে কেকেআরের অন্দরে। সূত্রের খবর, ক্যারিবিয়ান অলরাউন্ডারকে আর ধরে রাখতে চাইছে না শাহরুখ খানের দল। রিটেনশন তালিকায় থাকবে না রাসেলের নাম।
১০ বছরের খরা কাটিয়ে গত মরশুমে চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। প্রথম একাদশের চৌহদ্দিতে থাকা প্রায় সব ক্রিকেটারই দুর্দান্ত পারফর্ম করছেন। স্বাভাবিকভাবেই সেই চ্যাম্পিয়ন দল ফিরে পেতে যায় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সমস্যা হল আগের বছরের থেকে মাত্র ৬ জন ক্রিকেটারকে রিটেন করা যাবে এই মরশুমে। তারও বহুবিধ শর্ত রয়েছে। ফলে রিটেনশনের তালিকা প্রস্তুত করতে গিয়ে মাথার চুল ছিঁড়তে হচ্ছে নাইট ম্যানেজমেন্টকে।
শোনা যাচ্ছে, মোট ৪ জনকে রিটেন করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কেকেআর। নাইটদের বহু যুদ্ধের সৈনিক সুনীল নারিনকে ধরে রাখা হবে। পাশাপাশি রিটেন করা হবে পাঁচ ছক্কায় ম্যাচ জেতানো রিঙ্কু সিং এবং তারকা স্পিনার বরুণ চক্রবর্তীকে রাখা হবে রিটেনশনের তালিকায়। আনক্যাপড ক্রিকেটার হিসাবে রিটেন হবেন তরুণ পেসার হর্ষিত রানাও। কিন্তু রাসেলকে ধরে রাখার ব্যাপারে মোটেই আগ্রহী নয় কেকেআর ম্যানেজমেন্ট। ফলে আসন্ন নিলামে দেখা যাবে রাসেলের নাম।
তবে কেকেআরে রাসেলের খেলার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যাচ্ছে না। তাঁর জন্য আরটিএম ব্যবহার করতে পারে নাইট শিবির। নিলামে গেলেও রাসেলের যা দাম উঠবে সেই অঙ্কেই ফের তাঁকে কিনে নিতে পারবে কেকেআর। অন্যদিকে, গতবারের অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও রিটেন করতে চাইছে না কেকেআর। আরটিএম ব্যবহার করা যেতে পারে তাঁর জন্যও। তবে তারকা ব্যাটারের জন্য খুব বেশি অর্থ খরচ করতে কেকেআর আগ্রহী নয় বলেই সূত্রের খবর।