shono
Advertisement
KKR

আইপিএলের প্রথম ম্যাচে কেকেআর বনাম আরসিবি! বিশেষ চমক উদ্বোধনী অনুষ্ঠানেও

কেকেআর যেহেতু গতবারের চ্যাম্পিয়ন, তাই উদ্বোধনী ম্যাচে নাইটরা যে ইডেনে নামবে সেটা চূড়ান্ত।
Published By: Anwesha AdhikaryPosted: 02:22 PM Feb 14, 2025Updated: 03:41 PM Feb 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবারের চ্যাম্পিয়ন হিসাবে আইপিএলের প্রথম ম্যাচে কেকেআর খেলবে। কিন্তু ইডেনের ওই ম্যাচে নাইটদের প্রতিপক্ষ কে? সূত্রের খবর, আরসিবির বিরুদ্ধে হয়তো প্রথম ম্যাচ খেলতে চলেছে কেকেআর। উদ্বোধনী ম্যাচের আগে বিশেষ অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানের পরিকল্পনাও প্রায় চূড়ান্ত করে ফেলেছে বোর্ড। বেশ কিছু চমক থাকতে পারে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে।

Advertisement

বেশ কিছু দিন আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল এবারের আইপিএল শুরু হবে ২১ মার্চ। তবে ওই নির্দিষ্ট দিনে আইপিএল শুরু হচ্ছে না। টুর্নামেন্ট শুরু হবে একদিন পরে। অর্থাৎ ২২ মার্চ। শোনা গেল, সম্প্রচারকারীদের অনুরোধে একদিন দেরি করে শুরু করা হচ্ছে আইপিএল। সূত্রের খবর, ব্রডকাস্টাররা চাইছিল, উইকএন্ডে আইপিএল শুরু করতে। কিন্তু ২১ মার্চ শুক্রবার। যার ফলে একদিন পিছিয়ে শনিবার অর্থাৎ ২২ মার্চ আইপিএল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেকেআর যেহেতু গতবারের চ‌্যাম্পিয়ন, তাই উদ্বোধনী ম্যাচে নাইটরা যে ইডেনে নামবে সেটা চূড়ান্ত। তবে উদ্বোধনী ম‌্যাচে কেকেআরের প্রতিপক্ষ কে হবে, সেটা এখনও চূড়ান্ত হয়নি। তবে শোনা যাচ্ছে সম্ভবত প্রথম ম‌্যাচে কেকেআরের মুখোমুখি হচ্ছে রয়‌্যাল চ‌্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সূত্রের মারফত যা জানা যাচ্ছে, তাতে আইপিএল সূচি এখনও চূড়ান্ত হয়নি। একটা খসড়া তৈরি হয়েছে ঠিকই, তবে বেশ কিছু বিকল্পও তাতে রাখা হয়েছে। আর পুরোটাই পাঠিয়ে দেওয়া হয়েছে ব্রডকাস্টারের কাছে।

কয়েকটা ম‌্যাচের দিন নিয়ে একটু আলোচনা হচ্ছে। সেখানে হয়তো কিছু অদল-বদল করা হবে। আশা করা হচ্ছে, আগামী কিছু দিনের মধ্যেই চূড়ান্ত সূচি ঘোষণা করে দেওয়া হতে পারে। একইসঙ্গে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও আলোচনা চলছে। বলিউডের বেশ কয়েকজনকে পারফর্ম করতে দেখা যাবে। সেই তালিকাও মোটামুটি তৈরি। বেশ কিছু চমকও থাকতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেশ কিছু দিন আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল এবারের আইপিএল শুরু হবে ২১ মার্চ। তবে ওই নির্দিষ্ট দিনে আইপিএল শুরু হচ্ছে না।
  • সম্ভবত প্রথম ম‌্যাচে কেকেআরের মুখোমুখি হচ্ছে রয়‌্যাল চ‌্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
  • আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও আলোচনা চলছে। বলিউডের বেশ কয়েকজনকে পারফর্ম করতে দেখা যাবে।
Advertisement