shono
Advertisement
Rohit Sharma

'রোহিত খেললে মাঠেই অজ্ঞান হয়ে যাবে', হঠাৎ এমন কেন বললেন শ্রীকান্ত?

বিরাটকে নিয়ে সংশয় নেই দেশের প্রাক্তন ওপেনারের।
Published By: Krishanu MazumderPosted: 08:20 PM Jul 25, 2024Updated: 08:54 PM Jul 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৭ বিশ্বকাপে দেখা যাবে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli)। ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর আশাবাদী এই দুই তারকা খেলবেন পরের পঞ্চাশ ওভারের বিশ্বকাপেও। গম্ভীরের এমন আশাবাদের পরে ভারতের প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত সন্দেহ প্রকাশ করেছেন। বিরাট কোহলির ফিটনেস ভালো। তিনি হয়তো ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলে দিতে পারবেন। কিন্তু রোহিত শর্মার পক্ষে কি সম্ভব? শ্রীকান্ত বলেন, ''রোহিত শর্মা ভালো প্লেয়ার। এ বিষয়ে কোনও সন্দেহই নেই। রোহিতের বয়স এখন ৩৭। আরও তিন বছর পরে বিশ্বকাপ হবে। তখন রোহিতের বয়স হবে ৪০। আমার বক্তব্য হল, এমএস ধোনি, শচীন তেণ্ডুলকরের মতো সুপারফিট না হলে ৪০ বছর বয়সে ক্রিকেট খেলা যাবে না। বিরাট কোহলি ২০২৭ বিশ্বকাপে খেলে দিতে পারে। তবে মিস্টার গম্ভীর, আমার মনে হয় আপনি একটু বাড়িয়ে বলেছেন। দক্ষিণ আফ্রিকায় খেললে সম্বিত হারিয়ে অজ্ঞান হয়ে যাবে রোহিত।''

Advertisement

[আরও পড়ুন: ফোকাস ডাবলসে, প্যারিস অলিম্পিকের সিঙ্গলস থেকে নাম তুলে নিলেন মারে]

গৌতম গম্ভীরের সমালোচনা করেছেন শ্রীকান্ত। তিনি বলেছেন, ''গৌতম গম্ভীর ইউ টার্ন নিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই গৌতম গম্ভীরই বলছিল বিরাট কোহলি, রোহিত শর্মা ঠিকমতো খেলতে না পারলে তার দলে ওদের জায়গা হবে না। এখন সেই গৌতম গম্ভীরই অন্য কথা বলছে। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো খেলোয়াড় নেই। চিফ কোচ হওয়ার পরে গৌতম গম্ভীর বলছে, দুজনের মধ্যেই অনেক ক্রিকেট বাকি আছে। ২০২৭ বিশ্বকাপের জন্য ফিট হয়ে উঠবে।''
গম্ভীরের কোচিংয়ে শ্রীলঙ্কায় প্রথম নামছে ভারত। সেই দিকে তাকিয়ে গোটা দেশ।

[আরও পড়ুন: আর তর সইছে না! অলিম্পিকে পতাকা বহনের দায়িত্ব পেয়ে স্বপ্নপূরণের সামনে সিন্ধু-শরথ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৭ বিশ্বকাপে দেখা যাবে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli)।
  • ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর আশাবাদী এই দুই তারকা খেলবেন পরের পঞ্চাশ ওভারের বিশ্বকাপেও।
  • গম্ভীরের এমন আশাবাদের পরে ভারতের প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত সন্দেহ প্রকাশ করেছেন।
Advertisement