shono
Advertisement
Virat Kohli

নাম না করে বিরাটের স্ট্রাইক রেট নিয়ে খোঁচা, সোশাল মিডিয়ায় কটাক্ষের মুখে পাক ক্রিকেটার জুনাইদ

কী বললেন জুনাইদ?
Posted: 01:32 PM Apr 12, 2024Updated: 05:25 PM Apr 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিরাট কোহলির (Virat Kohli) দিকে তীর ছুড়লেন পাক ফাস্ট বোলার জুনাইদ খান (Junaid Khan)। কোহলির নাম অবশ্য তিনি নেননি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যর্থ হন আরসিবির তারকা ব্যাটার।
মাত্র ৩ রান করেন তিনি। বুমরাহর বলে ডাগ আউটে ফিরতে হয় কোহলিকে। তার পরেই জুনাইদ সোশাল মিডিয়ায় পোস্ট করেন, ''স্ট্রাইক রেট ৩৩.৩৩।'' এর সঙ্গে একটি ইমোজিও পোস্ট করেন জুনাইদ।
তাঁর এহেন পোস্টের পরে এক বিরাট অনুরাগী বিরাটের ছবি দিয়ে লিখেছেন, ''তোমার দেশকে একাই হারিয়েছিল বিরাট কোহলি।" 

Advertisement

[আরও পড়ুন: ‘আমাদের বোলিং দুর্বল’, মুম্বইয়ের কাছে হেরে সিরাজদের কাঠগড়ায় তুললেন ফ্যাফ]


আর এক ভক্ত লিখেছেন, ''কে তুমি?'' এক নেটিজেন আইসিসি টুর্নামেন্ট ও এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে জুনাইদের পারফরম্যান্স তুলে ধরেছেন। সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে ৪টি ম্যাচ থেকে ১টি উইকেট দখল় করেছেন পাক বোলার। তাঁর বোলিং গড় ১০৮। সেই ভক্ত আরও লেখেন, তরুণ কোহলির উইকেট নিয়েছিলেন জুনাইদ, এটাই তাঁর একমাত্র কৃতিত্ব। কোহলির সমালোচনা করে দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন জুনাইদ।  


এই প্রথমবার যে জুনাইদের নিশানায় কোহলি এমন নয়। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৬৭ বলে কোহলি সেঞ্চুরি হাঁকান। আইপিএলের ইতিহাসে এটা যুগ্মভাবে মন্থর সেঞ্চুরি। সেই শতরান নিয়েও কোহলিকে কটাক্ষ করতে ছাড়েননি জুনাইদ, ''আইপিএলে মন্থরতম সেঞ্চুরি করায় অভিনন্দন বিরাট কোহলি।''
সীমান্তের ওপার থেকে ধেয়ে আসছে সমালোচনা। কোহলির হয়ে কথা বলছে তাঁর ব্যাট। কমলা টুপি জেতার দৌড়েও তিনি এগিয়ে। মুম্বইয়ের বিরুদ্ধে ব্যর্থ হলেও ৬ ম্যাচ থেকে কোহলির সংগ্রহ ৩১৯ রান। বিরাট রান পেলেও তাঁর দল কিন্তু লিগ তালিকায় পিছোতে পিছোতে এখন ৯ নম্বরে।

[আরও পড়ুন: ও ভারতের জার্সিতেও খেলে! হার্দিকের পাশে দাঁড়িয়ে কটাক্ষ থামানোর অনুরোধ বিরাটের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের বিরাট কোহলির (Virat Kohli) দিকে তীর ছুড়লেন পাক ফাস্ট বোলার জুনাইদ খান (Junaid Khan)।
  • কোহলির নাম অবশ্য তিনি নেননি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যর্থ হন আরসিবির তারকা ব্যাটার।
  • মাত্র ৩ রান করেন তিনি। বুমরাহর বলে ডাগ আউটে ফিরতে হয় কোহলিকে।
Advertisement