সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিএসএলে দল বাড়াতে গিয়ে বেশ বেকায়দায় পড়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। দু'টো দল বিক্রির জন্য বিরাট দর হাঁকালেও কোনও সংস্থাই সেভাবে আগ্রহ দেখায়নি। পরের বছরের ২৬ মার্চ শুরু হওয়ার কথা রয়েছে পাকিস্তান সুপার লিগ। ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে চূড়ান্ত নিলাম। তবে তার আগে অনেক অপেক্ষার পর দুই দল কেনার জন্য দরপত্র পেল পিসিবি। যার ন্যূনতম মূল্য ১.৩ বিলিয়ন পাকিস্তানি রুপি।
সম্প্রতি মুলতান সুলতানসের মালিক আলি খান তারিন প্রকাশ্যে ফ্র্যাঞ্চাইজি লিগের সমালোচনা করেন। এহেন আচরণে পিএসএলের চুক্তিভঙ্গ হচ্ছে, এই মর্মে পিসিবি'র তরফ থেকে নোটিস দেওয়া হয় তারিনকে। কিন্তু সেই নোটিস তিনি প্রকাশ্যেই ছিঁড়ে ফেলেন। তারপর থেকেই পিসিবি এবং পিএসএল কর্তৃপক্ষ কেউই তারিনের সঙ্গে যোগাযোগ করছেন না বলে অভিযোগ উঠেছিল। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলিকে বোর্ডের তরফে জরুরি ইমেল পাঠানো হয়েছিল। তবে বাদ পড়েছিল মুলতান সুলতানস।
মজার বিষয় হল, পিসিবি'র সঙ্গে এই মতবিরোধের কারণে কয়েক সপ্তাহ আগে মালিকানা ছেড়ে দেওয়া মুলতান সুলতানসের প্রাক্তন মালিকরা দু'টি নতুন দলকে নিলামে অংশগ্রহণের জন্য বিড জমা দিয়েছিলেন। তবে মুলতান ফ্র্যাঞ্চাইজির নতুন মালিকদের সম্পর্কে এখনও কোনও স্পষ্টতা নেই। এই পরিস্থিতিতে পিসিবি হয়তো নিজেই দলটি পরিচালনা করতে চায় বলে জল্পনা রয়েছে।
পিসিবি'র দাবি, ১২টি সংস্থা পিএসএলের দল কিনতে চায়। তার মধ্যে ৫টি বিদেশি। ইতিমধ্যেই তারা প্রাথমিক দরপত্রের নথি জমা দিয়েছে। যদিও সেই তালিকা এখনও প্রকাশ করা হয়নি। পিসিবি দু'টো ফ্র্যাঞ্চাইজি বিক্রির জন্য ৪ মিলিয়ন মার্কিন ডলার বেস প্রাইস ঠিক করেছিল। তাছাড়া এই মাসের শুরুতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য লন্ডন ও নিউ ইয়র্কে দুটো রোডশো'র আয়োজন করেছিল পিসিবি।
টেলিকম এশিয়ার প্রতিবেদন অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, আরব আমিরশাহী এবং পাকিস্তান থেকে বিডগুলি জমা পড়েছে। পাক বোর্ডের আশা, এতে বিশ্বব্যাপী পিএসএলের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। সূত্রের খবর, আমেরিকার আমির ওয়ানি নামে এক ব্যবসায়ী হায়দরাবাদ হান্টার্সের টিম কিনতে আগ্রহী। অন্যদিকে, পিএসএলের দলগুলোর দাম বেড়েছে। সবচেয়ে বেড়েছে লাহোর কালান্দার্সের দাম। আগামী ১০ বছর ২.৩৭ মিলিয়ন মার্কিন ডলার তারা দেবে পিসিবি'কে। ২.২৭ মিলিয়ন মার্কিন ডলার দেবে করাচি কিংস। এখন দেখার, পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগ কোন দিকে যায়।
